অতিভোজন ২

অতিভোজন (২) খলীফা সুলাইমান ইবনে আব্দুল মালিক Overeating

ছোট গল্প মুআশারাত সংস্কৃতি

অতিভোজন (২) Overeating

খলীফা সুলাইমান ইবনে আব্দুল মালিকের মৃত্যুর কারণ :

তিনি একবার দাবেক (হলবের নিকটবর্তী এক জনপদের নাম) নামক স্থানে অবস্থান করেন। তখন জনৈক খ্রিস্টান ব্যক্তি তাঁর নিকট এক টুকরিভর্তি ডিম ও অন্য এক টুকরিভর্তি আঞ্জির (ডুমুর বা ডুমুর জাতীয় ফল বিশেষ) নিয়ে আসল।

তিনি খাদেমদেরকে বললেন, তোমরা এগুলোর খোসা ছাড়িয়ে দাও। খাদেমগণ খোসা ছাড়িয়ে দিতে লাগলো। আর তিনি একটা করে ডিম ও একটা করে ডুমুর খেতে লাগলেন। খেতে খেতে উভয় টুকরি সাবাড় করে ফেললেন।

এরপর খাদেমগণ খলীফার সম্মুখে চিনি মিশ্রিত এক পেয়ালা মগজ হাজির করলো। তিনি তাও খেয়ে ফেললেন, ফলে অসুস্থ হয়ে তাতেই মৃত্যুবরণ করলেন।

আল্লাহ তাআলা আমাদেরকে অতিভোজন থেকে হেফাজত করুন। আমীন।

অতিভোজন (২)

অতিভোজন (৩) ইবনে আবু যুবাইর

গৌরবময় ব্যক্তিত্ব । মাওলানা তাকী উসমানী

He once stayed at a place called Dabek (the name of a township near Halab). Then a Christian man came to him with a piece of egg and another piece of figs.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *