আউযুবিল্লাহ প্রত্যেক আশংকায় পড়বে পাঠ করা।
দুনিয়ার জীবন বিভিন্ন বিপদাপদ ও দুর্ঘটনাপূর্ণ। প্রতি মুহুর্তে নফস ও শয়তানের সাথে উঠাবসা। এজন্য সর্বদা আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করা উচিত।
বিভিন্ন পরিস্থিতিতে ভবিষ্যৎ সম্পর্কে মনে অনেক আশংকা জাগে যা নিরসনের কোনো উপায় বুঝে আসে না এবং নিজের ইখতিয়ারেও থাকে না।
এসময় করণীয় হলো, প্রতিপালকের কাছে আশ্রয় চাওয়া। এতে অন্তরে বড় শক্তি অর্জন হয়। তাই এই অভ্যাস করা চাই যে, যখনই এমন কোনো পরিস্থিতি আসবে সাথে সাথে অন্তরের গভীর থেকে اَعُوْذُ بِاللهِ (আউযুবিল্লাহ) বলে নিবে।
আউযুবিল্লাহ পাঠ করার আমল দ্বারা বিভিন্ন ধরণের কুমন্ত্রণা, শঙ্কা, বিপদাপদ, রোগ, দুশমনের দুশমনি, মাল চুরি, ব্যবসায় ক্ষতিগ্রস্থসহ দুনিয়া-আখেরাতের সকল শঙ্কা থেকে মুক্তি পাওয়া যাবে ইনশাআল্লাহ।
আদর্শ সেনানায়ক মহানবী The Ideal Commander Is The Prophet