আদব নং-৭

আদব নং—৭ হদসে আকবর (বড় নাপাকি) থেকে পবিত্রতা

আদাবে কুরআন কুরআন ও সুন্নাহ

আদব নং—৭

হদসে আকবর (বড় নাপাকি) থেকে পবিত্রতা

জানাবত (বীর্যপাত দ্বারা অপবিত্রতা), হায়েজ (ঋতুস্রাব) ও নেফাস (মহিলাদের সন্তানপ্রসব পরবর্তী রক্তক্ষরণ) থেকে পাক পবিত্রতা তেলাওয়াতের জন্য জন্য ফরয। হায়েয নেফাস বিশিষ্ট মহিলা ও জুনুবী (অপবিত্র) ব্যক্তির জন্য উদ্দেশ্যপ্রধান তিলাওয়াত হারাম। তবে মৌখিক উচ্চারণ ব্যতিরেকে অন্তরে অন্তরে কুরআনের অংশ পাঠ করা জায়েয। তাছাড়া ঋতুবতী মহিলা শিক্ষা দানের সময় একক শব্দ ও বাক্যাংশ তিলাওয়াত করতে পারবে। হস্তস্পর্শ ছাড়া শুধু চোখের চাহনী দ্বারা দেখাও জায়েয।

তিরমিযী ইবনে মাজাহ ও মুসনাদে আহমাদে হযরত ইবনে উমর রাযি. থেকে বর্ণনা এসেছে যে,

لَا يَقْرَأُ الْجُنُبُ وَلَا الْحَائِضُ شَيْئًا مِنَ الْقُرْاٰنِ

‘অপবিত্র ব্যক্তি ও ঋতুবতী মহিলা কুরআনের কোনো অংশ পাঠ করতে পারবে না।’

তবে কুরআনে বর্ণিত বিভিন্ন দু‘আÑ যেমন : আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার ও দুরূদ শরীফ ইত্যাদি দুআর উদ্দেশ্যে পাঠ করতে কোনো অসুবিধা নেই। ইমাম নববী রহ. এ ব্যাপারে উলামায়ে কেরামের ঐকমত্য বর্ণনা করেছেন।

অপবিত্র ব্যক্তি ও ঋতুবতী মহিলা বাহনজন্তু বা যানবাহনে আরোহরণের সময় জিকির (দু‘আ) হিসাবে-

سُبْحٰنَ الَّذِىْ سَخَّرَلَنَا هٰذَا وَمَا كُنَّا لَهٗ مُقْرِنِيْنَ. وَاِنَّا اِلٰى رَبِّنَا لَمُنْقَلِبُوْنَ

বিপদ—আপদ ও দুর্ঘটনার সময় اِنَّا للهِ وَاِنَّا اِلَيْهِ رَاجِعُوْنَ


এমনিভাবে حَسْبُنَا اللهُ وَنِعْمَ الْوَكِيْلِ ইত্যাদি শব্দমালা কুরআন তেলাওয়াতের ইচ্ছা ব্যতিরেকে পড়া জায়েয।

رَبَّنَا اٰتِنَا فِىْ الدُّنْيَا حَسَنَةً وَّفِى الْاٰخِرَةِ حَسَنَةً وَّقِنَا عَذَابَ النَّارِ —ও দু‘আ হিসেবে পাঠ করা যাবে।

জ্ঞাতব্য ঃ অপবিত্রতা দু’প্রকার- যথা :

এক— হদসে আসগর বা ছোট নাপাক। বে—ওযূ অবস্থাকে হদসে আসগর বলা হয়। ওজু করলে এই অবস্থা দূর হয়ে যায়।

দুই— হদসে আকবর বা বড় নাপাক। বীর্যস্খলনের পরবর্তী অবস্থা এবং হায়েজ নেফাসের অবস্থাকে হদসে আকবর বলা হয়। এই হদস থেকে পবিত্র হওয়ার জন্য গোসল করা জরুরী।

কুরআন মাজীদের আদবসমূহ

পদমর্যাদার মাপকাঠি হলো পবিত্র কুরআন

মাননীয় প্রধানমন্ত্রী বরাবর প্রেরীত চি‌ঠির ব্যাখ্যা PDF ডাউনলোড করতে ক্লিক করুন

আল্লাহর আইন শাশ্বত ও চিরন্তন

মহানবী জগতের আদর্শ মহামানব। ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ

মানব জাতির মুক্তি ও কামিয়াবী সুরাতুল আসরের ৪ মূলনীতির আলোকে ব্যবস্থা গ্রহণ করা আবশ্যক

https://youtu.be/L-x6ePW2Nn4

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *