হাদীস শরীফ 05

আদম সৃষ্টির বহু আগে আমাদের নবীর সৃষ্টি

কুরআন ও সুন্নাহ হাদীস শরীফ

আদম সৃষ্টির বহু আগে আমাদের নবীর সৃষ্টি

হাদীস নং—৫ :

عَنْ اِبْنِ عَبَّاسٍ رَضِىَ تَعَالٰىاللهُ عَنْهُمَا اَنَّ النَّبِىَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَتْ نُوْرًا رُوْحُهٗ بَيْنَ يَدَىِ اللهِ عَزَّ وَجَلَّ قَبْلَ اَنْ يَّخْلُقَ اٰدَمَ بِاَلْفِىْ عَامٍ.

বাংলা অনুবাদ : হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদ্বিয়াল্লাহু তায়ালা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মোবারক আল্লাহর কাছে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার এক হাজার বছর পূর্বে নূর হিসেবে বিদ্যমান ছিলেন।

১. কাজী আয়াজ, কিতাবুশ শিফা, ১ম খণ্ড, ৭৭ পৃষ্ঠা।, ২. ইমাম সুয়ূতী, খাসায়েসুল কুবরা, ১ম খণ্ড, ৬৯ পৃষ্ঠা, হাদীস নং—১৭১। ৩. থানবী, নশরুত তীব, ২৬ পৃষ্ঠা।

নবীজী নূর হয়েই তাশরিফ এনেছেন

হাদীস নং ০৬ :

عَنْ عِرْبَاضِ بْنِ سَارِيَةَ رَضِيَ اللهُتَعَالٰى عَنْهُ، صَاحِبِ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: إِنِّي عَبْدُ اللهِ، وَخَاتَمُ النَّبِيِّينَ، وَأَنَّ أُمَّ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَأَتْ حِينَ وَضَعَتْهُ نُورًا أَضَاءَتْ لَهُ قُصُورُ الشَّامِ .

বাংলা অনুবাদ : হযরত ইরবাদ ইবনে সারিয়া রাদ্বিয়াল্লাহু তায়ালা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি তিনি বলেছেন, আমি আল্লাহর বান্দা এবং শেষ নবী তখন থেকে যখন আদম আলাইহিস সালাম মাটিতে গড়াগড়ি খাচ্ছিল। নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ায় তাশরিফ আনেন তখন তাঁর আম্মাজান দেখেছেন একটি নূর বের হয়েছে। (যার আলোতে) শাম দেশের বড় প্রাসাদগুলো আলোকিত হয়ে গেছে।

১. ইমাম হাকেম, মুসতাদরাক আলাস সহীহাইন, ৩য় খণ্ড, ২০২ পৃষ্ঠা, হাদীস নং—৪২২৭। ২. বায়হাকী, দালায়েলুন নবুওয়ত, ২য় খণ্ড, ৯১ পৃষ্ঠা, হাদীস নং—৪৪৬। ৩. কাজী আয়াজ, কিতাবুশ শিফা, ১ম খণ্ড, পৃষ্ঠা ৩৩৭। ৪. মেশকাত শরীফ, হাদীস নং—৫৭৫৯। ৫.বায়হাকী, দালায়েলুন নবুওয়ত, ১ম খণ্ড, ৮২ পৃষ্ঠা, হাদীস নং—১৪। ৬. ইমাম সুয়ুতী, খাসায়েসুল কুবরা, ১ম খণ্ড, ৮পৃষ্ঠা, হাদীস নং—১১। ৬. তিরমিজি শরীফ, ২য় খণ্ড, ২০৩ পৃষ্ঠা।

(১) আল্লাহওয়ালা বুযূর্গানে দ্বীনের সোহবত (২) ইহতিসাব (দ্বীনের প্রাণবস্তু) (৩) মাননীয় প্রধানমন্ত্রী বরাবর প্রেরীত চি‌ঠির ব্যাখ্যা PDF (৪) আল্লাহর আইন শাশ্বত ও চিরন্তন (৫) মহানবী জগতের আদর্শ মহামানব। ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ (৬) মানব জাতির মুক্তি ও কামিয়াবী সুরাতুল আসরের ৪

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *