আমার সোনার বাংলার সৃষ্টিশৈলী
বলতে পারো আকাশ জুড়ে
কয়টা আছে খুঁটি?
চেয়ে দেখো, আবার দেখো!
আছে তাতে ত্রুটি?
কোথায় গিয়ে শেষ হয়েছে
কোথায় ই-বা শুরু
জানে কোনো বিদ্যাসাগর
বিজ্ঞানের ই গুরু?
কিসের দ্বারা তৈরি করা
বয়সটা তার কতো
রঙটা কেনো গাঢ় নীলাভ
কী আছে তার মতো?
এমন বহু প্রশ্ন আছে
বিশাল আকাশ নিয়ে
ত্রুটি খুঁটি পাবে না তো
খোঁজলে রাডার দিয়ে।
নিপুন হাতে গড়া আকাশ
সৃষ্টিশৈলী আল্লাহ’র
ঈমান এনে তার উপরে
সেজদা করো পা-য় তার।