আরবী সাহিত্য
بسم الله الرحمن الرحيم
نَحْمَدُه وَنُصَلِّيْ عَلٰى رَسُوْلِهِ الْكَرِيْمِ.أَمَّا بَعْدُ
আমার প্রিয় ইলম পিপাসু ছাত্র ভায়েরা! আরবী ভাষায় বিশেষ করে কুরআনে কারীম, হাদীস শরীফ এবং দরসী কিতাবসমূহে বাসীরত, দক্ষতা ও পান্ডিত্ব অর্জন করার জন্য আরবী তারকীব জানা অত্যন্ত জরুরী। কেননা আরবী তারকীব জানা ব্যতিত কিতাব মুতালাআ করার দ্বারা শুধু কিতাবের অক্ষরের নক্বশা দৃষ্টিগোচর হবে কিন্তু এই নক্বশার ভিতরে লুকায়িত অর্থসমূহ, সুক্ষ সুক্ষ বিষয়াবলী পর্যন্ত পৌছা আদৌ সম্ভব নয়। এই জন্য প্রিয় ছাত্রদের খেদমতে আরবী ভাষায় বহুল ব্যবহৃত আরবী তারকীবসমূহের সমাধান এবং তার আলামতসমূহ পেশ করছি। যদি এ আলামতসমূহকে আয়ত্ব (মুখস্ত) করা যায় এবং কুরআন-হাদীস ও দরসী কিতাবসমূহে তার অনুশীলন (তামরীন) করা যায় তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলার কাছে দৃঢ় বিশ্বাস যে, তিনি অতি তাড়াতাড়ি আরবী ইবারত পড়ার এবং বুঝার যোগ্যতা দান করবেন। এখন সর্বপ্রথম আরবী ভাষায় অধিক ব্যবহৃত তারকীব مضاف ও مضاف اليه এর আলামতসমূহ পেশ করা হলো- وما توفيقي الا بالله وهو حسبى ونعم الوكيل
আরো জানতে ভিজিট করুন আমাদের ওয়েব সাইট রাহে সুন্নাত ব্লগ