আলেম, তালেবে ইলমের সম্মান করা জরুরী!
সংকলক : অধ্যক্ষ মুহাম্মদ মিজানুর রহমান চৌধুরী
নাযেম, মাদরাসা দাওয়াতুল হক, দেওনা, কাপাসিয়া, গাজীপুর
বর্তমান দুনিয়ায় একজন প্রশাসনিক কর্মকর্তা, নেতাকে ঝুঁকে সালাম করা হয়। তাদেরকে তো খুব সম্মান প্রদর্শন করা হয় অথচ প্রকৃত মর্যাদার হকদার কুরআন-হাদীসে যাঁদের মর্যাদার কথা উল্লেখ আছে তাঁরা হলেন আলেম, উলামা, তালিবে ইলম। তাঁদের সাথে সম্মান ও মহব্বতের আচরণ করা নেহায়েত জরুরী এবং সৌভাগ্যের কারণ। যুগশ্রেষ্ট আলেম হযরত মাওলানা মুফতী রশীদ আহমাদ গাঙ্গুহী রহ: বলতেন, যারা আলেমগণকে অসম্মান করে, অযথা খারাপ বলে, মৃত্যুর পর যখন কবরে রাখা হবে তখন তাদের চেহারা কিবলা থেকে ফিরে যাবে। কুতবুল আলম হযরত মাওলানা ইলিয়াস রহ: এর কাছে তাঁর জনৈক মুরিদ দাওয়াতী কাজের কর্মী হযরতজী রহ: এর কাছে এই মর্মে লিখিত অভিযোগ করেন যে, ‘‘এখানে স্থানীয় আলেমগণ আমাদেরকে সহযোগিতা করছেন না।’’ এর জবাবে হযরতজী রহ: তাকে কঠোরভাবে হুঁশিয়ারী করে লিখেছেন যে, খবরদার! ভবিষ্যতে আর কখনো আলেমদের সম্পর্কে আমার নিকট কোনো অভিযোগ লিখবে না। কেননা এতে ঈমানহারা হয়ে মৃত্যুর আশংকা আছে।’’
হাকীমুল উম্মত হযরত মাওলানা আশরাফ আলী থানবী রহ: ইরশাদ করেন, বর্তমানে শুধু ঐ আলেমেরই সম্মান করা হয় যাঁর খ্যাতি প্রসিদ্ধি আছে অথচ প্রত্যেক আলেমের সম্মান করা উচিত। আলেমগণেরও উচিত অন্য আলেমকে সম্মান করা।