আল্লাহওয়ালা বুযূর্গানে দ্বীনের সোহবত

রাহে সুন্নাত ব্লগ সম্পর্কে

আল্লাহওয়ালা বুযূর্গানে দ্বীনের সোহবত

ইলম ও আখলাক বা জ্ঞান ও উন্নত চরিত্র লাভের সর্বোত্তম পন্থা হলো নেক সোহবত। আহলুল্লাহ ও বুযূর্গানে দ্বীনের খেদমতে অবস্থান করে তাদের যবানী নসীহত শ্রবণ করলে হৃদয়ের অন্তস্থলে প্রবেশ করে। তাদের সোহবতের বরকতে স্বভাব—চরিত্র, আমল—আখলাক সুন্দর হবে। যতক্ষণ পর্যন্ত মুমিনের অন্তরে তাকওয়া সৃষ্টি না হবে ততক্ষণ পর্যন্ত দ্বীনের উপর পূর্ণ আমলকারী হওয়া সম্ভব নয়। তাকওয়ার সারনির্যাস দু‘শব্দে এভাবে বলা যায় যে, আল্লাহর মুহাব্বত ও ভয়ের কারণে তার নাফরমানী থেকে বেঁচে থাকা। এ দৌলত হাসিল করতে হবে বুযূর্গানে দ্বীনের সোহবত ও মুহাব্বত থেকে।

আল্লাহর আইন শাশ্বত ও চিরন্তন

মহানবী জগতের আদর্শ মহামানব। ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ

মানব জাতির মুক্তি ও কামিয়াবী সুরাতুল আসরের ৪ মূলনীতির আলোকে ব্যবস্থা গ্রহণ করা আবশ্যক

ওয়ায়েজগণ শ্রোতাদের প্রতি লক্ষ্য রেখে বিষয়বস্তু নির্বাচন করা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *