তাওফীক কামনার দু‘আ

আল্লাহর ভয় ও ইবাদাতের তাওফীক কামনার দু‘আ

ইসলাম প্রতিদিন বিবিধ সংস্কৃতি
তাওফীক কামনার দু‘আ
তাওফীক কামনার দু‘আ

আল্লাহর ভয় ও ইবাদাতের তাওফীক কামনার দু’আ

اَللّٰهُمَّ اَقْسِمْ لَنَا مِنْ خَشْيَتِكَ مَا تَحُوْلُ بِه بَيْنَنَا وَبَيْنَ مَعَاصِيْكَ وَمِنْ طَاعَتِكَ مَا تُبَلِّغُنَا بِه جَنَّتَكَ وَمِنَ الْيَقِيْنِ مَا تُهَوِّنُ بِه عَلَيْنَا مُصِيْبَاتِ الدُّنْيَا وَمَتِّعْنَا بِاَسْمَاعِنَا وَاَبْصَارِنَا وَقُوَّتِنَا مَا اَحْيَيْتَنَا وَاجْعَلْهُ الْوَارِثَ مِنَّا وَاجْعَلْ ثَارَنَا عَلى مَنْ ظَلَمَنْا وَانْصُرْنَا عَلى مَنْ عَادَانَا وَلاَ تَجْعَلْ مُصِيْبَتَنَا فِىْ دِيْنِنَا وَلاَ تَجْعَلِ الدُّنْيَا اَكْبَرَ هَمِّنَا وَلاَ مَبْلَغَ عِلْمِنَا وَلاَ تُسَلِّطْ عَلَيْنَا مَنْ لاَّ يَرْحَمْنَا

অর্থ : হে আল্লাহ! আপনি আমাদেরকে ঐ পরিমাণ আপনার ভয় দান করুন, যা দ্বারা আপনি আমাদের মধ্যে ও আপনার নাফরমানীর মধ্যে বাধা সৃষ্টি করবে; আপনার আনুগত্যের ঐ পরিমাণ দান করুন যা দ্বারা আপনি আমাদেরকে আপনার জান্নাতে পৌঁছাবে এবং আপনার প্রতি বিশ্বাসের ঐ পরিমাণ দান করুন যা দ্বারা আপনি আমাদের প্রতি দুনিয়ার বিপদসমূহ সহজ করে দিবেন। আল্লাহ! আমাদের উপকার সাধিত করুন আমাদের কানের দ্বারা, আমাদের চোখের দ্বারা ও আমাদের শক্তির দ্বারা, যতদিন আপনি আমাদেরকে বাঁচিয়ে রাখেন। আল্লাহ! আপনি আমাদের উত্তরাধিকারী বাকী রাখুন। আল্লাহ! আপনি আমাদের প্রতিশোধকে সীমাবদ্ধ রাখুন তাদের প্রতি যারা আমাদের প্রতি জুলুম করেছে এবং আমাদের সাহায্য করুন তাদের বিরুদ্ধে যারা আমাদের সাথে দুশমনি করেছে। আল্লাহ! আমাদের দ্বীন সম্পর্কে আমাদেরকে কোন বিপদে ফেলেন না এবং দুনিয়াকে আমাদের প্রধান চিন্তার বিষয় ও জ্ঞানের পরিসীমা করেন না। আল্লাহ! তাদেরকে আমাদের প্রতি চাপিয়ে দিবেন না যারা আমাদের প্রতি দয়া করবে না। (জামে তিরমিযী, খ. ৫, পৃ. ৫২৮, হাদীস নং ৩৫০২)

পূর্বাপর ও প্রকাশ্য-অপ্রকাশ্য গুনাহ মাফের দু’আ

اَللّٰهُمَّ لَكَ اَسْلَمْتُ وَبِكَ آمَنْتُ وَعَلَيْكَ تَوَكَّلْتُ وَاِلَيْكَ اَنَبْتُ وَبِكَ خَاصَمْتُ وَاِلَيْكَ حَاكَمْتُ فَاغْفِرْ لِىْ مَا قَدَّمْتُ وَمَا اَخَّرْتُ وَمَا اَسْرَرْتُ وَمَا اَعْلَنْتُ اَنْتَ الْمُقَدِّمُ وَاَنْتَ الْمُؤَخِّرُ لاَ اِلـهَ اِلاَّ اَنْتَ

অর্থ : হে আল্লাহ! আমি আপনার কাছে আত্মসমর্পণ করেছি, আপনারই প্রতি ঈমান এনেছি, আপনারই উপর ভরসা করেছি, তোমারই দিকে প্রত্যাবর্তন করেছি, আপনারই সাহায্যে (শত্রæ সনে) যুঝিয়েছি এবং তোমারই নিকট বিচার প্রার্থনা করেছি। আমাকে ক্ষমা করুন যা আমি পূর্বে করেছি এবং যা আমি পরে করেছি, যা আমি অপ্রকাশ্যে করেছি এবং যা আমি প্রকাশ্যে করেছি। আপনিই অগ্রগামী করেন এবং আপনিই পশ্চাতগামী করেন। (বুখারী, খ. ২, পৃ. ৪৮, হাদীস নং ১১২০)

আল্লাহর নূর দেওয়ার দু’আ

اَللَهُمَّ اجْعَلْ فِىْ قَلْبِىْ نُوْرًا وَّفِىْ بَصَرِىْ نُوْرًا وَّفِىْ سَمْعِىْ نُوْرًا وَّعَنْ يَمِيْنِىْ نُوْرًا وَّعَنْ يَسَارِىْ نُوْرًا وَّفَوْقِىْ نُوْرًا وَّتَحْتِىْ نُوْرًا وَّاَمَامِىْ نُوْرًا وَّخَلْفِىْ نُوْرًا وَّاجْعَلْ لِىْ نُوْرًا

অর্থ : হে আল্লাহ! আপনি আমার অন্তরে নূর দান করুন। আমার চোখে নূর দান করুন। আমার কানে নূর দান করুন। আমার ডানে নূর দান করুন। আমার বামে নূর দান করুন। আমার সামনে নূর দান করুন। আমার পিছনে নূর দান করুন। আমাকে নূর দান করুন। (বুখারী, খ. ৮, পৃ. ৬৯, হাদীস নং ৬৩১৬)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *