আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক করার ফায়দা Rahe Sunnat Blog

আত্মশুদ্ধি

আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক করার ফায়দা

আজ আমাদের ফরয নামায ছুটে যায় তাতে কোনো ফি‌কির নাই। একজন আলেম সাহেব জানালো, তার অনেক ফরজ নামায কাযা হয়ে গেছে। তার ভিতরে অনুশোচনা জাগ্রত হয়েছে। কাযা নামায আদায় করার ফি‌কির দিলের ম‌ধ্যে জাগ্রত হয়েছে। তাকে দিক নির্দেশনা দিয়ে‌ছি। কাযা নামায আদায় করার পদ্ধ‌তি বলে দিয়ে‌ছি। তার অনেক ফায়দাও হয়েছে। তাকে বলে‌ছি, যত নফল নামায আদায় কর তার স্থানে ফরজ নামায পড়। সে আমার বাতলানো পদ্ধ‌তিতে নফলের প‌রিবর্তে ফরজ নামাজ পড়া আরম্ভ করলো। পরবর্তীতে আমাকে জা‌নিয়েছে, তার সকল ফরজ নামায আদায় হয়ে গেছে। তার এক দুই দিনের নামায কাযা ছিলো না; বরং কয়েক বৎসরের নামায কাযা ছিলো। এই পদ্ধ‌তি অবলম্বনের কারণে আল্লাহ তাআলার ফযলে দয়ায় তার সকল কাযা নামায আদায় হয়ে‌ গেছে। সে আলেম ছিলো। তার অনুভু‌তি জাগ্রত হয়ে ছিলো। যখন দু‌নিয়া থেকে বিদায় নিব তখন তো মহান আল্লাহর নাফরমান হয়ে বিদায় নিব। আল্লাহ তাআলার নাফরমান তাকে বলে, যে শরীয়তের হুকুম আহকাম পালন করে না। ইলম এক জি‌নিস। আ‌মল আরেক জি‌নিস। সে আলেম ছি‌লো। কিন্তু আমলে ছিলো দুর্বল। দুর্বলতা সম্পর্কে অনুভব করার কারণ হলো, সে আল্লাহওয়ালাগণের সাথে সম্পর্ক ক‌রে ছিলো। ফলশ্রু‌তিতে তার অন্ত‌রে ফি‌কির সৃ‌ষ্টি হয়েছে।

আমরা ওসীয়ত করে যাব, দু‌নিয়া থেকে বিদায় নেওয়ার পর যেন আমার জিম্মায় কোনো কিছু বাকী না থাকে। মানুষ যত বেশী আখেরাতের ফি‌কির করে ততবেশী দু‌নি‌য়ার জীবন সহজ ও শা‌ন্তিময় হয়। সুখময় হয় জীবনের প্রতি‌টিক্ষন। বর্তমানে মানুষ সুখ ও শা‌ন্তির জন্য পেরেশান। এর কারণ হলো, আমাদের দ্বারা প্রতি‌নিয়ত আল্লাহ তাআলার নাফরমা‌নি হচ্ছে। যার‌ কারণে তি‌নি আমাদের থেকে সুখ শা‌ন্তি ছি‌নিয়ে নি‌য়ে‌ছেন। আমরা নামায আদায় ক‌রি না। রোযা রা‌খি না। ফি‌কির নাই যাকাত আদায় করার। ধন সম্পদ রয়েছে প্রচুর প‌রিমানে যাকাত আদায় করার কোনো খবর নাই আমাদের। শান্তি কিভাবে আসবে? নাউযু‌বিল্লাহ কেউ কেউ তো যাকাত আদায় করতে ধোকাও দিয়ে থা‌কে।

আল্লাহ তা‘আলা আমাদেরকে হেফাজত করুন। আমীন

চারটি সোনালি আমল । প্রথম আমল : শোকর

চারটি সোনালি আমল : দ্বিতীয় আমল : সবর

চারটি সোনালি আমল : তৃতীয় আমল ইস্তেগফার

চারটি সোনালি আমল । চতুর্থ আমল : ইস্তে‘আযা

মাননীয় প্রধানমন্ত্রী বরাবর প্রেরীত চি‌ঠির ব্যাখ্যা PDF ডাউনলোড করতে ক্লিক করুন

আল্লাহর আইন শাশ্বত ও চিরন্তন

মহানবী জগতের আদর্শ মহামানব। ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ

মানব জাতির মুক্তি ও কামিয়াবী সুরাতুল আসরের ৪ মূলনীতির আলোকে ব্যবস্থা গ্রহণ করা আবশ্যক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *