আল্লাহ তায়ালা সর্বপ্রথম নবীজীর নূর মোবারক সৃষ্টি করেছেন
হাদীস নং—১ :
عَنْ جَابِرٍ رَضِىَ اللهُ تَعَالٰى عَنْهُ قَالَ : قُلْتُ يَا رَسُوْلَ اللهَ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِاَبِىْ اَنْتَ وَ اُمِّىْ اَخْبِرْنِىْ عَنْ اَوَّلِ شَيْئٍ خَلَقَهُ اللهُ تَعَالٰى قَبْلَ الأَشْيَاءِ فَقَالَ يَا جَابِرُ اِنَّ اللهَ خَلَقَ قَبْلَ الْاَشْيَاءِ نُوْرَ نَبِيْكَ مِنْ نُوْرِهِ، فَجَعَلَ ذٰلِكَ النُّوْرُ يَدُوْرُ بِالْقُدْرَةِ حَيْثُ شَاءَ اللهُ وَلَمْ يَكُنْ فِى ذٰلِكَ الْوَقْتِ لَوْحٌ وَلَا قَلَمٌ وَ لَا جَنَّةٌ وَلَا نَارٌ وَلَا مَلَكٌ وَلَا سَمَاءٌ وَلَا اَرْضٌ وَلَا شَمْسٌ وَلَا قَمَرٌ وَلَا جِنٌّ وَلَا اِنْسٌ .
বাংলা অনুবাদ : হযরত জাবের ইবনে আবদুল্লাহ রাদ্বিয়াল্লাহু তায়ালা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আরজ করলাম, ইয়া রাসূলাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম! আমার মাতা—পিতা আপনার জন্য কোরবান হোক। আমাকে বলুন মহান আল্লাহ তাআলা সবকিছু সৃষ্টির পূর্বে কোন বস্তু সৃষ্টি করেছেন? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে জাবের! নিশ্চয়ই মহান আল্লাহ তাআলা সবকিছু সৃষ্টির পূর্বে সর্বপ্রথম তোমার নবীর নূর মোবারক তাঁর নিজ নূর থেকে সৃষ্টি করেছেন। অতঃপর মহান আল্লাহর ইচ্ছায় সেই নূর তাঁর কুদরতে ভ্রমণ করতে লাগল। সেই সময় না—লওহ ছিল, না—কলম ছিল। জান্নাত—জাহান্নাম, ফেরেশতা, আসমান—জমিন, চন্দ্র—সূর্য, জ্বীন—ইনসান কিছুই ছিল না।
মুসান্নাফ ইবনে আব্দুর রাজ্জাক থেকে হাদীসটি জাবের (রাযিয়াল্লাহু তাআলা আনহু)—এর সনদে নিম্নোক্ত ইমামগণ বর্ণনা করেছেন, ১. সীরাতে হালাবিয়া, ১ম খণ্ড, ২১৪ পৃ. দারুল কিতাব ইলমিয়্যাহ, লেবানন, বৈরুতের ছাপা। ২. কাস্তলানী, মাওয়াহেবে লাদুন্নিয়াহ, ১ম খণ্ড, ১৫ পৃষ্ঠা। ৩. মোল্লা আলী ক্বারী, মাওরিদুর রাভী, ২২ পৃষ্ঠা। ৪.হায়তামী, আন—নিয়ামাতুল কুবরা, ২য় পৃষ্ঠা। ৫. থানবী, নশরুত্ব তীব, ২৫ পৃষ্ঠা।
(১) আল্লাহওয়ালা বুযূর্গানে দ্বীনের সোহবত (২) ইহতিসাব (দ্বীনের প্রাণবস্তু) (৩) মাননীয় প্রধানমন্ত্রী বরাবর প্রেরীত চিঠির ব্যাখ্যা PDF (৪) আল্লাহর আইন শাশ্বত ও চিরন্তন (৫) মহানবী জগতের আদর্শ মহামানব। ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ (৬) মানব জাতির মুক্তি ও কামিয়াবী সুরাতুল আসরের ৪