আহকামে দ্বীন

আহকামে দ্বীন পাঁচটি বিষয়ের সমষ্টি. Deen is the sum of five subjects

আত্মশুদ্ধি ইবাদত ইসলাম প্রতিদিন মুআশারাত সংবাদ

আহকামে দ্বীন পাঁচটি বিষয়ের সমষ্টি

আহকামে দ্বীন১. ঈমান-আকাঈদ

২. ইবাদত-বন্দেগী

৩. মু‘আমালাত

৪. মু‘আশারাত

৫. আখলাক ও আত্মশুদ্ধি

আহকামে দ্বীন শরীয়তের উপরোক্ত পাঁচটি বিষয়কে সামনে নিয়ে আমাদের আসলাফ-আকাবীরেদ্বীনের নকশা ও নমুনায় তিন ক্ষেত্রের মেহনতই  পরিপূর্ণ মেহনত। তথা-

১. ‘তাবলীগ’ তথা উভয় জগতের কামিয়াবী যে একমাত্র দ্বীনের অনুসরণ করে চলার উপর নির্ভরশীল, একথা সর্বসাধারণকে বুঝিয়ে দ্বীনের উপর চলতে উৎসাহিত করা।

২. ‘তা‘লীম’ তথা ইসলামের আদর্শ, নীতিমালা ও কুরআন-সুন্নাহর হুকুম-আহকাম নিজে শিক্ষা করা ও অপরকে শিক্ষা দান করা।

৩. ‘আত্মশুদ্ধি’ তথা আহলুল্লাহ বুযূর্গানেদ্বীনের সোহবত অবলম্বনের মাধ্যমে যাহের ও বাতেনের আমল ঠিক করা।

পরিপূর্ণ দ্বীন পাঁচটি বিষয়ের সমষ্টি।

(১) ঈমান-আকাইদ, (২) ইবাদত-বন্দেগী, (৩) মু‘আমালাত (৪) মুআশারাত
৫) আত্মশুদ্ধি

আহকামে শরীয়তের এই পাঁচটি বিষয়কে সামনে নিয়ে আমাদের আকাবিরে দ্বীন কর্তৃক বাতানো তরীকায় নিম্নোক্ত তিন ক্ষেত্রে মেহনত করতে হবে।

১. তাবলীগ তথা ‘উভয় জগতের কামিয়াবীর একমাত্র রাস্তা দ্বীনের উপর চলা’, একথা বুঝিয়ে সর্বসাধারণকে দ্বীনের উপর চলতে উৎসাহিত করা।

২. তা‘লীম তথা ইসলামের আদর্শ, নীতিমালা ও হুকুম-আহকাম নিজে শিক্ষা করা ও অপরকে শিক্ষা দান করা।

৩. আত্মশুদ্ধি তথা আহলুল্লাহ বুর্যূর্গানে দ্বীনের সোহবতে গিয়ে জাহের ও বাতেনের আমল ঠিক করা। আর একজন মুমিনকে পরিপূর্ণ পরিশুদ্ধ মুমিন হওয়ার জন্য তৃতীয় বিষয়টি হাসিল করা সবচেয়ে বেশি জরুরী।

কুরআনুল কারিমের কথা প্রবন্ধটি পড়তে ক্লিক করুন
আরো জানতে ভিজিট করুন আমাদের ওয়েব সাইট রাহে সুন্নাত ব্লগ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *