ইসলামীক ব্লগার

জ করে যাচ্ছে। এর দ্বারা অনেক উপকারও হচ্ছে।
যাই হোক, ইন্টারনেটের বিশাল তথ্য যে মূলত সমৃদ্ধ হচ্ছে তা কিন্তু এই ব্লগারদের কল্যানেই। অজানাকে জানার মাধ্যমে, তথ্যকে আরো সুশৃঙ্খলভাবে অন্যদের সামনে উপস্থাপন করা, মানুষের প্রয়োজন, সমস্যার সমাধান, নিজেকে উন্নত করা, নিজের জ্ঞানকে নিজের লেখাকে আরো সুন্দর করে উপস্থাপন করে একটি মিডিয়া সমৃদ্ধ করা ইত্যাদি যাবতীয় কাজ একজন ব্লগার করে থাকেন। আর এটা হয়ত ইসলাম ধর্মের পক্ষে হবে নতুবা ইসলাম ধর্মের বিপক্ষে। যারা ইসলাম ধর্মের পক্ষে লেখালেখি করে তাদেরকেই ইসলামীক ব্লগার বলে।
কাজেই ব্লগার বা ব্লগিং কিংবা ব্লগ শব্দ শুনেই তাকে খারাপ বলা এটা এক গুয়েমী বৈ কিছুই না।