ইসলামের শাখা কয়টি

ইসলামের শাখা কয়টি?

ইসলাম প্রতিদিন কুরআন ও সুন্নাহ নসীহত প্রবন্ধ

ইসলামের শাখা কয়টি?

ইসলামের পাঁচটি শাখা

আল্লাহ তা‘আলা দ্বীন ইসলামের বিধিবিধানকে পাঁচ ভাগে বিভক্ত করেছেন। এ পাঁচটি শাখা মিলেই পূর্ণাঙ্গ দ্বীন ইসলাম।

১. আকাইদ : ঈমান—আকীদা তথা ধমীর্য় বিশ্বাস ঠিক করা এবং কুফর, শির্ক ও বিদ‘আত থেকে বেঁচে থাকা।

২. ইবাদত : নামায, রোযা, হজ্ব, যাকাতসহ সকল ইবাদতের পাবন্দ হওয়া।

৩. মু‘আমালাত : পারস্পরিক সম্পর্ক ও লেনদেন। যেমনÑ ক্রয়বিক্রয়, ব্যবসা—বাণিজ্য, ক্ষেত—খামার, বিয়ে, তালাক ইত্যাদি মহান আল্লাহর আদেশ—নিষেধ ও হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামÑএর তরীকা মোতাবেক হওয়া। নাজায়েয বা হারাম উপায়ে সম্পদ উপার্জন ও খরচ না করা।

৪. মুআ‘শারাত : পারস্পরিক সম্পর্ক, সামাজিকতা, একে অন্যের সঙ্গে মেলামেশা, উঠাবসা এবং একত্রে থাকার রীতিনীতি ও বান্দার হকের ব্যাপারে আল্লাহ তা‘আলা যে সকল আদেশ—নিষেধ দিয়েছেন, সেগুলো যথাযথভাবে পালন করা এবং হুকূকুল ইবাদ নষ্ট করা থেকে কঠোরভাবে বিরত থাকা।

৫. আখলাক অথবা আত্মশুদ্ধি : অভ্যন্তরীণ চরিত্র, চিন্তা—চেতনা ঠিক করা এবং খাঁটি রূহানী চিকিৎসক আল্লাহওয়ালাদের সোহবতের মাধ্যমে লোভ, হিংসা, অহংকার, গীবত, কুদৃষ্টিসহ অন্তরের ১০টি রোগের সংশোধন করা এবং ১০টি সৎ গুণ দ্বারা অন্তরকে উজ্জীবিত করা। যেমন-ইখলাস, বিনয়, ছবর, শোকর ইত্যাদি।

ফলকথা, দ্বীনের বিধিবিধানের শাখা বা অংশ পাঁচটি আর এই পাঁচের সমন্বিতস্বরূপ বা সমষ্টির নাম দ্বীন। যদি কোনো মানুষের মধ্যে এই পাঁচটির মধ্য থেকে কোনো একটিও কম থাকে, তবে তা নাকেস বা অপূর্ণ দ্বীন।

আল্লাহর আইন শাশ্বত ও চিরন্তন

মহানবী জগতের আদর্শ মহামানব। ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ

ঈমান ইসলামের জন্য কৃতজ্ঞতা আদায় করা

  • ইসলামের শাখা কয়টি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *