ইসলাম কী?
প্রশ্নঃ ইসলাম কী?
উত্তরঃ হযরত নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তা’আলা নবী বানিয়ে পাঠিয়েছেন এবং তাঁর অনুসরণকে জরুরী সাব্যস্ত করে নাজাতকে এরই মধ্যে সীমাবদ্ধ করে দিয়েছেন। তবে এটা প্রত্যেক মানুষের হক যে, আল্লাহ পাকের আনুগত্য এবং আল্লাহ পাকের পক্ষ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর আনুগত্য অবশ্য জরুরী হওয়ার বিষয়টি খুব তাহকীক ও যাচাই করে নিবে। যখন তার অন্তর তাওহীদ ও রিসালাতকে গ্রহণ করে নিবে তখন আল্লাহ ও রাসূলের কোনো হুকুম প্রমাণিত হয়ে যাওয়ার পর কেবল ইল্লত বা কারণ জানার ওপর হুকুম অনুযায়ী আমলকে বাদ দিয়ে রাখার হক বান্দার নেই। যেমন, একজন লোক সেনাবাহিনীতে ভর্তি হয়ে গেলে তাকে কোনো অফিসারের অধীনে করে দেয়া হয়। তখন প্রত্যেক নকল-হরকতে অফিসারের হুকুমের তামিল করা কর্তব্য। খুটিনাটি বিষয়ের কারণ জানার ওপর হুকুমের তামিলকে মওকুফ রাখার অধিকার তার নেই। সেনাবাহিনীতে ভর্তির পূর্বে যাচাই-বাছাই করার অধিকার তার ছিল।
পূর্বোক্ত ভূমিকার পর জবাব আরজ করছি, হযরত নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল যে, ইসলাম কী? তখন তিনি ইরশাদ করলেন, তাওহীদ ও রিসালাতের সাক্ষ্য প্রদান করা, নামায কায়েম করা, যাকাত আদায় করা, রমযান শরীফে রোযা রাখা এবং সামর্থবান হলে বাইতুল্লাহর হজ্জ করা। এসব ইসলামের আরকান। শাব্দিক অর্থে ইসলাম হচ্ছে, আনুগত্যের জন্যে শিরোধার্য করা অর্থাৎ আল্লাহ তা’আলার প্রতিটি হুকুম মানা।
মাহমুদিয়া ২/১৮ সুরা আলি-ইমরান ৩১ সুরা নিসা ৮০ মিশকাত ১১ মুসলিম ১/২৭ গিয়াতুল লুগাত ১২ মিরকাত ১/৪৫ শরহে ফিকহে আকবর ১০৮
উত্তর দিয়েছেন মুফতি মুহাম্মদ উবাইদুল্লাহ
আরো জানতে ভিজিট করুন আমাদের ওয়েব সাইট রাহে সুন্নাত ব্লগ