আউযুবিল্লাহ

ঈমানদারদের কাজ কী ? What is the work of believers?

আক্বীদা ও ফেকাহ জানা-অজানা

ঈমানদারদের কাজ কী ?

আহকামের ওপর আমল করা উচ্চমানের ঈমানদারদের কাজ

প্রশ্নঃ

কিছু মুসলমান মনে করে যে, নামায না পড়া, যাকাত না দেয়া, রোযা না রাখা, মিথ্যা বলা, সিনেমা দেখা এবং ঘুষ নেয়া দ্বারা সাধারণ মুসলমানদের কোনো পার্থক্য সৃষ্টি হবে না। এসব আমল তো প্রথম স্তরের মুসলমানদের কাজ। এসব পালন করা আমাদের কাজ নয়, আমরা তো সাধারণ মুসলমান আর আল্লাহ হলেন ক্ষমাশীল, দয়ালু। আমরা দৃঢ় বিশ্বাস রাখি যে, আল্লাহ অবশ্যই আমাদের ক্ষমা করবেন এবং আমরা অবশ্যই জান্নাতে প্রবেশ করবো। এ কথাটি কি ঠিক? এমন কথা যারা বলে তাদের বিধান কী?

উত্তরঃ

আল্লাহ তা’আলা যেমন ক্ষমাকারী, দয়ালু ঠিক তদ্রূপ প্রতিশোধ গ্রহণকারীও। জান্নাত ও জাহান্নাম উভয়টাই তাঁর সৃষ্টি। বিধি বিধান তিনি দিয়েছেন। আনুগত্য প্রদর্শনকারীদের জন্য জান্নাত নির্ধারণ করেছেন। আল্লাহর কোনো গুণ মানা আর কোনোটা অমান্য করা ঈমানের বিষয় নয়। যেসব জিনিস থেকে বিরত থাকার কথা আল্লাহ তা’আলা বলেছেন সেগুলো থেকে বিরত থাকা কর্তব্য। যারা এ ধারণা করে যে, আহকাম তো প্রথম স্তরের মুসলমানদের আর আমরা তো সাধারণ মুসলমান তাদের এটাও ভাবা উচিত যে, এমনটি যেন না হয় যে, জান্নাতও প্রথম স্তরের মুসলমানগণ পাবেন আর যারা আমল করে না তারা পাবে জাহান্নাম।সুতরাং এমন কথা এ জাতীয় আকীদা এবং এ জাতীয় কর্ম থেকে পুরোপুরি পরহ্যে করা প্রয়োজন। নতুবা ইসলাম ও ঈমান সবগুলো ধীরে ধীরে শেষ হয়ে যাবে।

মাহমূদিয়া ২/৩২ সূরা আলি ইমরান ১২৯,১৩৩ সূরা যুমার ৬২ আলমগীরী

ঈমানদারের কাজ কী
ঈমানদারদের কাজ কী ? এসম্পর্কে আরো জানতে ভিজিট করুন আমাদের ওয়েব সাইটে।

আরো জানতে ভিজিট করুন আমাদের ওয়েব সাইট রাহে সুন্নাত ব্লগ

মুমিন ও মুসলমান হওয়ার বিষয়টি বিশ্বাস করা কি জরুরী ?

ইসলাম কী? মুফতি মুহাম্মদ উবাইদুল্লাহ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *