ঈমানের মূলভিত্তি
অতি প্রসিদ্ধ হাদীসে জীবরাঈল ঈমানের মূলভিত্তি। এই হাদীসের মাধ্যমে এ কথাগুলোরই স্বীকৃতি জানানো হয় এবং মনে প্রাণে বদ্ধমূল বিশ্বাসের ঘোষণা করা হয় যে, আমি ঈমান আনলাম বা আমি অন্তরের অন্তঃস্থল থেকে বিশ্বাস করি আল্লাহ তা‘আলাকে, তাঁর ফেরেশতাগণকে, তাঁর প্রেরিত সকল আসমানী কিতাবকে, তাঁর প্রেরিত সকল নবী—রাসূলকে, শেষ দিবসকে অর্থাৎ, সমস্ত বিশ্বজগত একদিন শেষ হবে, তাও বিশ্বাস করি, তাকদীরকে বিশ্বাস করি, অর্থাৎ, জগতে ভাল মন্দ যা কিছু হয় সব আল্লাহ তা‘আলারই সৃষ্টি এবং তাঁরই পক্ষ থেকে নির্ধারিত এবং মৃত্যুর পর কেয়ামতের দিন পূণর্বার যে জীবিত হতে হবে তাও আমি অটল ভাবে বিশ্বাস করি। এ কথাগুলোই ঈমানের আরকান বা মূল ভিত্তি। ঈমানের ব্যাপারে আরো কতগুলো বিষয়কে মনে—প্রাণে বিশ্বাস করা জরুরী। বস্তুত: নিম্নোক্ত বিষয়গুলো বর্ণিত ঈমানের শাখা—প্রশাখা পর্যায়ের।
প্রতিবেশীর হক । মাওলানা আবু তাসনীম উমাইর
কাজী মুজাহিদুল ইসলাম কাসেমী রহ ছিলেন ভারতবর্ষের মুসলিম মিল্লাতের অতন্দ্র প্রহরী