Question-and-answer

উলঙ্গ হয়ে গোসল করার বিধান The rule of bathing naked

জানা-অজানা

উলঙ্গ হয়ে গোসল করার বিধান

প্রশ্ন : হানাফী মাযহাবের অনুসারী কিছু লোক উলঙ্গ হয়ে গোসল করলে শিয়া সম্প্রদায়ের লোকেরা বিষয়টি জেনে এই মন্তব্য করে যে, কুরআন ও হাদীসে উলঙ্গ হয়ে গোসল করার কথা কোথাও উল্লিখিত হয়নি এবং গোসল করার পর উলঙ্গ হয়ে ওযু করলে ওষুও হয় না এবং নামাযও হয় না।

উত্তর ঃ নিরব ও নির্জন স্থানে উলঙ্গ হয়ে গোসল করার বিষয়টি নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত রয়েছে। বুখারী শরীফ ও মুসলিম শরীফে উল্লিখিত হয়েছে। পক্ষান্তরে, গোসল করার পর পৃথক আর কোনো ওযূর প্রয়োজন নেই। কেননা, তিরমিযী, আবূ দাউদ, নাসাঈ, ইবনে মাজাহ, মিশকাত শরীফে রয়েছে: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল করার পর ওযূ করতেন না।

  • মাহমুদিয়া ২৮/১১৫। বুখারী ১/৪২ মুসলিম ১/১৫৩ লামিউদ্ দারারী ১/১২২ মিশকাত ৪৮।

আরো জানতে ভিজিট করুন আমাদের ওয়েব সাইট রাহে সুন্নাত ব্লগ

মুমিন ও মুসলমান হওয়ার বিষয়টি বিশ্বাস করা কি জরুরী ?

ঘুরাফেরা করণার্থে মহিলাদের বাইরে যাওয়া

যে মহিলা বে-পর্দা চলতে অভ্যস্ত তার জন্যও পর্দা আবশ্যক

বিবাহের পর কনে তুলে নেওয়ার আগে পর্দা রক্ষা করা কি জরুরী?

ডাক্তারের সামনে শরীর উন্মুক্ত করা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *