Question-and-answer

একই বাড়িতে স্ত্রীসহ দুই ভাই বে-পর্দা বসবাস করা জরুরী মাসআলা

জানা-অজানা

একই বাড়িতে স্ত্রীসহ দুই ভাই বে-পর্দায় বসবাস করা। জরুরী মাসআলা-মাসায়েল

প্রশ্ন ঃ দুই ভাই স্ত্রী সহ সকলেই একই বাড়িতে বসবাস করছে। এমতাবস্থায় এক ভাইয়ের স্ত্রীর প্রতি অন্য ভাইয়ের হঠাৎ দৃষ্টি পড়ে। তদ্রূপ দ্বিতীয় ভাই যখন ঘরে পানাহারের জন্যে প্রবেশ করে তখন প্রথম ভাইয়ের স্ত্রীর প্রতি তার দৃষ্টি পড়ে। নির্লজ্জা ইত্যাদি সহকারে কোনো কথাবার্তা কিংবা অন্য কোনো কথাও হয় না। এরূপ অবস্থায় ইসলামী শরীয়তের বিধান কী?

উত্তর ঃ বাড়ির সংকীর্ণতা ও দারিদ্রের কারণে কখনও এরূপ পরিস্থিতির সম্মুখীন হলে তৎক্ষণাৎ দৃষ্টি সরিয়ে নিতে হবে। তাহলে আশা করা যায় যে, পাকড়াও হবে না। কিন্তু এরূপ স্থানে গমনের পূর্বে ইসলামী শরীয়তকর্তৃক যে অনুমতি চাওয়ার বিধান রয়েছে, সেটার প্রতি গুরুত্ব দিতে হবে।

  • মাহমুদিয়া ২৮/১৩৪: মিশকাত ২৬৯ আল-বাহরুর রায়েক ৮/১৯৪।

জরুরী মাসআলা-মাসায়েল

আরো জানতে ভিজিট করুন আমাদের ওয়েব সাইট রাহে সুন্নাত ব্লগ

https://www.youtube.com/watch?v=5jHG8fbKD00&t=141s

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *