এক কাঠুরের ঘটনা
সুলাইমান আ.-এর সিংহাসন। এমন সিংহাসন আর কোনো বাদশাহ পায়নি। জিনেরা তা পরিচালনা করত। বাতাসে উড়িয়ে নিয়ে যেত। পাখিরা ছায়া দিত। অসংখ্য জীব সাথে চলত। একবার রাজকীয় সাজসজ্জায় সিংহাসন উড়ে যাচ্ছিল। তা দেখে জঙ্গলে এক কাঠুরে মুখ ফসকে বলে ফেলল, ‘সুবহানাল্লাহ! দাউদ পরিবারের কী শান-শওকত!’ বাতাস সঙ্গে সঙ্গে এ কথা সুলাইমান আ.-এর কাছে পৌঁছে দিল । সুলাইমান আ. সিংহাসন নিচে নামানোর নির্দেশ দিলেন এবং বললেন, ওই কাঠুরের কাছে নিয়ে চল। কাঠুরে থরথর করে কাঁপতে লাগল। না জানি কী অপরাধ করে ফেললাম। সুলাইমান আ. জিজ্ঞেস করলেন, তুমি কী যেন বলেছিলে? বেচারা ভয়ে ভুলেই গিয়েছে সে কী বলেছিল। কিছুক্ষণ চিন্তা করে বলল, আমি শুধু বলেছি ‘সুবহানাল্লাহ, দাউদ পরিবারের কী শান!’ সুলাইমান আ. বললেন, সুলাইমানী বাহিনী দেখে তোমার ঈর্ষা হলো! অথচ তুমি জান না, তুমি যেই সুবহানাল্লাহ বললে, তার সামনে এরকম হাজার বাহিনীর কোনো মূল্য নেই। তুমি জান না, শুধু একবার সুবহানাল্লাহ বলার দ্বারা তুমি কত উঁচু মাকাম পেয়ে গেলে!
মাননীয় প্রধানমন্ত্রী বরাবর প্রেরীত চিঠির ব্যাখ্যা PDF ডাউনলোড করতে ক্লিক করুন
মহানবী জগতের আদর্শ মহামানব। ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ
মানব জাতির মুক্তি ও কামিয়াবী সুরাতুল আসরের ৪ মূলনীতির আলোকে ব্যবস্থা গ্রহণ করা আবশ্যক