এক নং সবক
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
نَحْمَدُهٗ وَ نُصَلِّىْ عَلٰى رَسُوْلِهِ الْكَرِيْمِ
১. নামাযে পঠিত যিকিরসমূহের অর্থ-
(১) اَللهُ اَكْبَرُ “আল্লাহু আকবার” আল্লাহ সবচে বড়।
২. নামাযের সুন্নাতসমূহ-
(১) তাকবীরে তাহরিমার সময় সোজা হয়ে দাঁড়ানো অর্থাৎ, মাথা না ঝুঁকানো।
৩. বড় বড় (কবীরা) গুনাহসমূহ- যা তাওবা ব্যতীত মাফ হয় না এবং একটি গুনাহই জাহান্নামে নিক্ষিপ্ত হওয়ার জন্য যথেষ্ট। কিন্তু আল্লাহ তা‘আলা যার উপর দয়া করেন।
(১) তুচ্ছ—তাচ্ছিল্যের সাথে কারো প্রতি বিদ্রুপ করে হাসা।
৪. গুনাহের ক্ষতিসমূহ দুনিয়াতেই যার সম্মুখীন হতে হয়-
(১) গুনাহগার ব্যক্তি ইলমে দ্বীন থেকে বঞ্চিত হয়ে যায়।
৫. নেক কাজের ফায়দাসমূহ, যা দুনিয়াতেই পাওয়া যায়-
(১) আল্লাহ তা‘আলার হুকুম—আহকাম পালন করলে রিযিক বৃদ্ধি পায়। কোনো কোনো সময় বাহ্যিকভাবে রিযিকেরও প্রশস্ততা ঘটে। আর বরকত তো সর্বদা হতেই থাকে।
চারটি সোনালি আমল । প্রথম আমল : শোকর
চারটি সোনালি আমল : দ্বিতীয় আমল : সবর
চারটি সোনালি আমল : তৃতীয় আমল ইস্তেগফার
চারটি সোনালি আমল । চতুর্থ আমল : ইস্তে‘আযা
মাননীয় প্রধানমন্ত্রী বরাবর প্রেরীত চিঠির ব্যাখ্যা PDF ডাউনলোড করতে ক্লিক করুন
মহানবী জগতের আদর্শ মহামানব। ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ
মানব জাতির মুক্তি ও কামিয়াবী সুরাতুল আসরের ৪ মূলনীতির আলোকে ব্যবস্থা গ্রহণ করা আবশ্যক