এসলাহী মজলিস
তারিখ : ২৮ জুলাই ২০২৩ ঈসায়ী রোজ : শুক্রবার সময় : বাদ আসর স্থান : মসজিদুল আবরার, মাদরাসা দাওয়াতুল হক, দেওনা পো ঃ ভূলেশ্বর, (ভায়া-বরমী) কাপাসিয়া, গাজীপুর।
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ
মুহতারাম, বর্তমানে ব্যক্তি, সমাজ ও বিশ্ববাসী চরম দূর্ভোগের শিকার। বৈশ্বিক মহামারি বন্যা, নিত্যনতুন রোগের প্রাদুর্ভাব, আবহাওয়ার পরিবর্তনসহ মুসলিম দেশ এবং জাতিগোষ্ঠী ক্রমবর্ধমান আযাবে ইলাহী ও বালা মুসীবতে বিপর্যস্ত। এ সকলের মূল কারণ হলো- আমাদের জাহেরী বাতেনী গুনাহ।
মুসলিম জাতির বিপর্যয় থেকে নাজাত-মুক্তির একমাত্র পথ খালেস তাওবা এবং কুরআন-সুন্নাহর পরিপূর্ণ অনুসরণ করা। একই সাথে ব্যক্তি, সমাজে প্রচলিত প্রকাশ্য গুনাহসমূহের প্রতিকার ও প্রতিরোধ করা ।
মুসলিম জাতির মহাবিপর্যয় থেকে মুক্তির লক্ষ্যে আগামী ২৮ জুলাই ২০২৩ ঈসায়ী মুতাবেক ৯ মুহাররম ১৪৪৫ হিজরী রোজ : শুক্রবার বাদ আসর থেকে মাদরাসা দাওয়াতুল হক, দেওনায় খানকায়ে মুহিউস সুন্নাহ’র মাসিক এসলাহী মজলিসে দিক নির্দেশনামূলক এসলাহী বয়ান ও দু’আর আমল অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।
উক্ত মুবারক মজলিসে আপনার উপস্থিতি আন্তরিকভাবে কামনা করছি।
আরজগুজার
(অধ্যক্ষ মুহাম্মদ মিজানুর রহমান চৌধুরী)
নাযেম, মাদরাসা দাওয়াতুল হক, দেওনা
কাপাসিয়া, গাজীপুর।
তারিখ : ০৭/০৭/২০২৩ ঈসায়ী
যোগাযোগ : 01712286023, 01719766399
পদমর্যাদার মাপকাঠি হলো পবিত্র কুরআন
মাননীয় প্রধানমন্ত্রী বরাবর প্রেরীত চিঠির ব্যাখ্যা PDF ডাউনলোড করতে ক্লিক করুন
মহানবী জগতের আদর্শ মহামানব। ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ
মানব জাতির মুক্তি ও কামিয়াবী সুরাতুল আসরের ৪ মূলনীতির আলোকে ব্যবস্থা গ্রহণ করা আবশ্যক