কখন আযানের জওয়াব দেয়া মাকরূহ?
আট অবস্থায় আযানের জওয়াব দেয়া মাকরূহ
১. নামায অবস্থায় ।
২. খুতবা শ্রবণ করা অবস্থায়। চাই ইহা জুম‘আর খুতবা হোক অথবা অন্য কোন খুতবা হোক।
৩. হায়েয অবস্থায়।
৪. নেফাস অবস্থায়।
৫. দ্বীনী ইলম শিক্ষা করা ও শিক্ষা দেয়া অবস্থায়। কিন্তু কুরআন তিলাওয়াতের সময় আযান হলে তিলাওয়াত বন্ধ করে আযানের জবাব দেয়া উত্তম বলা হয়েছে। -ফাতাওয়ায়ে মাহমুদীয়া-২
৬. সহবাস অবস্থায়।
৭. পেশাব পায়খানা অবস্থায়।
৮. খাওয়ার অবস্থায়। এ-সময় জওয়াব দেয়া আবশ্যক নয়। তবে ঐ সকল কর্ম থেকে অবসর হওয়ার পর যদি আযানের পর বেশি সময় অতিবাহিত না হয় তবে আযানের জওয়াব দেয়া উচিত। অন্যথায় নয়।
সায়্যিদুল ইস্তেগফার
اَللّٰهُمَّ اَنْتَ رَبِّىْ لَاۤ اِلـٰهَ اِلَّاۤ اَنْتَ خَلَقْتَنِىْ وَاَنَا عَبْدُكَ وَاَنَا عَلٰى عَهْدِكَ وَوَعْدِكَ مَا اسْتَطَعْتُ اَعُوْذُبِكَ مِنْ شَرِّ مَا صَنَعْتُ اَبُوْءُ لَكَ بِنِعْمَتِكَ عَلَىَّ وَاَبُوْءُ بِذَنْۢبِىْ فَاغْفِرْلِىْ فَاِنَّهٗ لَا يَغْفِرُ الذُّنُوْبَ اِلَّاۤ اَ نْتَ
অর্থ : হে আল্লাহ! তুমি আমার প্রতিপালক। তুমি ছাড়া কোনো ইলাহ নেই। তুমি আমাকে সৃষ্টি করেছো। আমি তোমার বান্দা। আমি সাধ্যানুযায়ী তোমার অঙ্গিকার ও প্রতিশ্রুতির ওপর প্রতিষ্ঠিত থাকবো। আমি যা করেছি তার অনিষ্ট থেকে তোমার আশ্রয় চাচ্ছি। আমার প্রতি তোমার প্রদত্ত নিয়ামত নিয়ে তোমার কাছে ফিরে এসেছি এবং আমার গুনাহ নিয়ে তোমার কাছেই ফিরে এসেছি। অতএব তুমি ক্ষমা করে দাও। কেননা নিশ্চয় তুমিই পারো গুনাহ ক্ষমা করতে। -বুখারী শরীফ : ২/৯৩৩
কখন আযানের জওয়াব দেয়া মাকরূহ?
কুরআনুল কারিমের কথা প্রবন্ধটি পড়তে ক্লিক করুন
আরো জানতে ভিজিট করুন আমাদের ওয়েব সাইট রাহে সুন্নাত ব্লগ