Question-and-answer

কলেজে ভর্তি বা পুলিশে নিয়োগ প্রাপ্তির জন্য নগ্নদেহে মেডিক্যাল টেস্ট করানো

জানা-অজানা

কলেজে ভর্তি বা পুলিশে নিয়োগ প্রাপ্তির জন্য নগ্নদেহে মেডিক্যাল টেস্ট করানো

প্রশ্ন : আজকাল কলেজে ভর্তি বা পুলিশে চাকরি প্রদানের সময় প্রার্থীকে নগ্ন করে তার মেডিক্যাল টেস্ট করানো হয়। এটি কি জায়েয?

উত্তর : লজ্জাস্থান উন্মুক্ত করার জন্য উক্ত জরুরত বা প্রয়োজনীয়তা শরীয়তের দৃষ্টিতে গণ্য নয়। কেননা, এর উপর স্বাস্থ্য, জীবিকা বা অন্য কোনো শরীয়তসম্মত প্রয়োজন নির্ভরশীল নয়। যে শিক্ষার জন্য উক্ত প্রদর্শন করানো হয় প্রথমত এর ফলে ইসলামের বিপরীত অনেক আকীদা-বিশ্বাস উদ্ভূত হয়। দ্বিতীয়ত এটা কলেজে ভর্তি হওয়ার উপরই নির্ভরশীল নয়। অন্য প্রক্রিয়ায়ও সে শিক্ষা অর্জন করা যায়।

পুলিশের চাকরিতে বহু ক্ষেত্রে মানুষ আইন অনুসারে চলতে গিয়ে শরীয়তের বিপরীত কাজ করতে বাধ্য হয়। সেইসাথে কেবল পুলিশের চাকরিতেই মানুষের জীবন-জীবিকা নির্ধারিত নয়। পুলিশের চাকরি না করেও বহু লোক শান্তিতে ও স্বাচ্ছন্দ্যে চলছে। তাই পুলিশের চাকরি করা যেহেতু বাধ্যতামূলক নয়, তাই তা করার জন্য শরীয়তবিরোধী কাজ অর্থাৎ অপরের সামনে উলঙ্গ হওয়া মোটেই জায়েয হবে না; বরং এ ধরনের কাজ ও এ ধরনের চাকরি থেকে বেঁচে থাকতে হবে।

  • মাহমুদিয়া ২৮/১২৪: মাজমাউল আনহুর ৪/১৯৯ মিশকাত ২/৩২১।

আরো জানতে ভিজিট করুন আমাদের ওয়েব সাইট রাহে সুন্নাত ব্লগ

পানি পার হওয়ার সময় রান উন্মুক্ত করার শরয়ী বিধান কী?

https://www.youtube.com/watch?v=5jHG8fbKD00&t=141s

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *