Question-and-answer

কাজ-কর্মে না-মাহরাম মহিলার হাত স্পর্শ করা। জরুরী মাসআলা

জানা-অজানা

কাজ-কর্মে না-মাহরাম মহিলার হাত স্পর্শ করার হুকুম কী। জরুরী মাসআলা

প্রশ্ন : জনৈক লোকের কাজ হচ্ছে, মহিলাদের হাতে চুড়ি পরিধান করানো। এ কাজ ব্যতীত সে অন্য কোনো কাজ আঞ্জাম দিতে অক্ষম। উক্ত কর্মের ক্ষেত্রে সে সব মহিলাকে স্বীয় মা-বোন মনে করে। তার জন্য এ কাজ বৈধ হবে কিনা?

উত্তর : কোনো কুচিন্তা না থাকলেও না-মাহরামকে স্পর্শ করা যাবে না। উক্ত কাজ মা, বোন বা স্ত্রীর দ্বারা করে নিতে হবে।

  • মাহমুদিয়া ২৮/১৩২। দুররে মুখতার ১৯/৫২৮ আল-বাহরুর রায়েক ৮/১৯৪ তাবয়ীনুল হাকায়েক ৬/১৯।

জরুরী মাসআলা-মাসায়েল

আরো জানতে ভিজিট করুন আমাদের ওয়েব সাইট রাহে সুন্নাত ব্লগ

https://www.youtube.com/watch?v=5jHG8fbKD00&t=141s

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *