Question-and-answer

কাফের মহিলার সাথে স্ত্রী সুলভ আচরণ করা। জরুরী মাসআলা-মাসায়েল

জানা-অজানা

কাফের মহিলার সাথে স্ত্রী সুলভ আচরণ করা

প্রশ্ন : জনৈক ব্যক্তির একজন কাফের স্ত্রীলোকের সাথে গভীর সম্পর্ক। এমনকি তারা একই ঘরে বসবাস ও পানাহার করে, তথায় আর কেউ থাকে না। এতে করে তাকে যিনাকারী হিসাবে সন্দেহ করা যাবে কি?

উত্তর : শরয়ী প্রমাণ ছাড়া কাউকে যিনাকারী বলা হারাম । তাই উল্লিখিত ব্যক্তিকে যিনাকারী বলা যাবে না। তবে তার জন্য এ ধরনের সম্পর্ক পরিত্যাগ করা জরুরী। কেননা, এ ধরনের সম্পর্ক রাখা ( যা মানুষের নিকট সন্দেহের উদ্রেক করে) শরীয়ত কখনও অনুমোদন করে না।

  • মাহমুদিয়া ২৮/১৪৩: আল-মাবসূত লি সারাখসী ৮/৫২ আল-মুহীতুল বুরহানী ১১/৩০১ দুররে মুখতার ৬/৩৬৮, ৪/৪৩,৪/৭ আল-আশবাহু ওয়ান নাযায়ির ১৫৯ আল-বাহরুর রায়েক ৫/২৯,৩/২৩৫ মাজমাউল আনহুর ২/৩৬৩,২/৩৩৩-৩৩৫ আল-মাওযূআতুল কাবীর ২৪ কাশফুল থাকা ১/৪৪ আলমগীরী ৫/৩৫৩ আল-মাফহাম ৭/৯৮ সূরা বাকারা পারা ২ শামী ৩/২৩০- আল-হীলাতুন নাজেযাহ ৬১-৬২।

আরো জানতে ভিজিট করুন আমাদের ওয়েব সাইট রাহে সুন্নাত ব্লগ

জরুরী মাসআলা-মাসায়েল

https://youtu.be/JzUwd-EUYW0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *