Question-and-answer

কুস্তি লড়াই দেখার শরয়ী বিধান কী? জরুরী মাসআলা-মাসায়েল

জানা-অজানা

কুস্তি লড়াই দেখার শরয়ী বিধান কী? জরুরী মাসআলা-মাসায়েল

প্রশ্ন : কুস্তি লড়াই দেখা কেমন? যায়েদ বলে ঠিক না। কেননা, এতে রান খোলা থাকে। বকর বলে ঠিক আছে। কেননা, সতর দেখা উদ্দেশ্য নয়। উভয়ের মধ্যে কার কথা সঠিক?

উত্তর : যায়েদের কথা সঠিক। হাদীস শরীফে বর্ণিত হয়েছে:

لَا تَنظُرْ إِلى فَخِذ حَي وَلَا ميت. الحديث

উক্ত হাদীস দ্বারা প্রতীয়মান হয় যে, দৃষ্টিপাত করা নিষেধ । আর যে কাজ মূলত সরাসরি হয় তাতে ইচ্ছা ও অনিচ্ছা সবই বরাবর। ইচ্ছা না থাকলেও গোনাহ দূরীভূত হয় না।

  • মাহমুদিয়া করাচী ১৯/২৪৭: মিশকাত ২৮৯,২৬৮ মিরকাত ৬/২৭৭।

আরো জানতে ভিজিট করুন আমাদের ওয়েব সাইট রাহে সুন্নাত ব্লগ

জরুরী মাসআলা-মাসায়েল

https://youtu.be/JzUwd-EUYW0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *