গায়ের মাহরাম মহিলাদের সমাগম স্থলে যাতায়াত করার হুকুম কী?
প্রশ্ন : জনৈক ব্যক্তি গায়ের মাহরাম মহিলার সাথে নির্জনে সাক্ষাৎ করে না এবং তাদের চেহারার দিকে দৃষ্টিপাতও করে না, এসব মহিলা এমন যে তারা পর্দা করে কিন্তু কেবল দ্বীনদার ব্যক্তিদের সাথে পর্দা করে এবং তাদের সামনে মাথা ইত্যাদি আবৃত করে উপস্থিত হয়। এরূপ মহিলাদের সমাগম হলে উক্ত ব্যক্তির যাতায়াতের ব্যাপারে ইসলামী শরীয়তের বিধান কী?
উত্তর : যেমনিভাবে মহিলার জন্য গায়ের মাহরাম পুরুষের সাথে পর্দা করা আবশ্যক, পুরুষের জন্যও গায়ের মাহরাম মহিলা থেকে বেঁচে থাকার চেষ্টা করা জরুরী। কাজেই এরূপ স্থানে কখনই যাবে না।
- মাহমুদিয়া ২৮/১৩০ আহকামুল কুরআন ৩/৪৩৬ রাওয়াইউল বয়ান তাফসীরু আয়াতিল আহকাম ২/১৪৫।
না-মাহরামের সাথে চলার শাস্তি কী?
আরো জানতে ভিজিট করুন আমাদের ওয়েব সাইট রাহে সুন্নাত ব্লগ