Sunnah track of bath
1. Prized before bathing. – Abdur Razzak in Musnaf, Hadith No. 1020
2. If you are unclean in your body or clothes, then first clean it.
3. Perform ablution before bathing. -Bukhari, Hadith No. 260
4. Pour water on the shoulder first and then on the right shoulder and then the left shoulder. Then wash all the body three times with water. -Bukhari, Hadith No. 256, 244, 277
5. If you have ornaments in the nose, ears of the ear, and its holes and rings, bangles, or balls, then shake the water.
6. All parts of the body do not reach water easily, such as the ear, finger gaps, elbows, armpit, eyelashes, and hair follicles. (If nail-polished in the hand-foot, it will not be ablution unless it is fully lifted.)
7. If the stomach is not seen in the stomach, somewhere the urine has dried up, that cloth is washed three times and every time the nails.
গোসলের সুন্নাত তরীকা
১. গোসলের পূর্বে ইস্তিঞ্জা করা। –মুসান্নাফে আবদুর রাজ্জাক, হাদীস নং ১০২০
২. শরীর বা কাপড়ে নাপাক লেগে থাকলে তা প্রথমে পরিষ্কার করা।
৩. গোসলের পূর্বে উযূ করা। –বুখারী, হাদীস নং ২৬০
৪. প্রথমে মাথায় তারপর ডান কাঁধে ও পরে বাম কাঁধে পানি ঢালা। এরপর সমস্ত শরীর তিনবার পানি দ্বারা ধৌত করা। –বুখারী, হাদীস নং ২৫৬, ২৫৪, ২৭৪
৫. মহিলাদের নাকে, কানে অলঙ্কার থাকলে তার ছিদ্র ও আংটি, চুড়ি বা বলয় ইত্যাদি নাড়াচাড়া করে পানি পৌঁছে দেয়া।
৬. শরীরের যে সমস্ত অঙ্গে সহজে পানি পৌঁছে না, যেমন– কান, আঙ্গুলের ফাঁক, কনুই, বগলের নিচ, চোখের কিনারা, চুলের গোড়া ইত্যাদি অঙ্গসমূহে খেয়াল করে পানি পৌঁছে দেয়া। (হাত-পায়ের নখে নেইল-পালিশ থাকলে তা সম্পূর্ণ উঠানো ছাড়া উযূ-গোসল হবে না।)
৭. কাপড়ে নাপাক দেখা না গেলে যেমন কোথাও পেশাব লেগে শুকিয়ে
গেছে, উক্ত কাপড় তিনবার ধুয়ে প্রত্যেকবার নিংড়ানো।
===============================================================================