গোসলের সুন্নাত

গোসলের সুন্নাত

ইসলাম প্রতিদিন সংস্কৃতি
গোসলের সুন্নাত ৫টি
 
১.   নাপাকী থেকে পবিত্র হওয়ার নিয়্যত করা
২.   উভয় হাতের কব্জি পর্যন্ত তিনবার ধৌত করাবুখারী, হাদীস নং ২৪৮
৩.   ইস্তিঞ্জার জায়গা থেকে নাপাকী দূর করাশরীরের কোথাও নাপাকী
থাকলে তা ধৌত করাবুখারী, হাদীস নং ২৪৯
৪.   সুন্নাত মোতাবেক উযূ করাবুখারী, হাদীস নং ২৬০
৫.   সমস্ত শরীরে তিনবার পানি ঢালাআবু দাউদ, হাদীস নং ২৪৯

 

 

গোসলের আদবসমূহ
১. গোসলের জন্য কাপড় খোলার সময় এই দু‘আ পড়বেÑ
بِسْمِ اللهِ الَّذِىْ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ.
২. বসে গোসল করা উত্তম।
৩. আড়াল স্থানে এবং ছতর ঢেকে গোসল করা মুস্তাহাব।
৪. সম্পূর্ণ উলঙ্গ অবস্থায় কেবলামুখি হয়ে গোসল করা মাকরূহ।
৫. পানি জমা হয় এমন স্থানে গোসল করলে অন্যত্র সরে পা ধোয়া সুন্নাত।
৬. অযূর পর যে সব দু‘আ পড়া মুস্তাহাব গোসলের পরও তা মুস্তাহাব। -শামী : ১/২৯১ পৃ., আহসানুল ফাতাওয়া ৩৭ পৃ.
সতর্কতা : শরীরে আটা, আঠা, আলকাতরা, চুন, গাঢ় রং ইত্যাদি প্রলেপজাতীয় বস্তু লেগে থাকলে অযূ গোসল সহীহ হবে না। এজাতীয় বস্তু শরীরে থাকলে অযূ ও গোসলের পূর্বে তা ভালোভাবে দূর করে তারপর অযূ গোসল করতে হবে।

চার ক্ষেত্রে গোসল করা সুন্নাত
১. জুমার নামাযের জন্য।
২. ঈদের নামাযের জন্য।
৩. হজ ও উমরার ইহরাম বাঁধার জন্য।
৪. (হজ করতে গিয়ে) উকূফে আরাফার জন্য। কুদুরী১/৭৮পৃ, বেহেশতী যেওর

  • মক্কা মুকাররামায় প্রবেশের পূর্বে গোসল করা সুন্নাত। তবে আজকাল ড্রাইভাররা পথিমধ্যে সময় দেয় না। তাই জিদ্দা হতেই সম্ভব হলে গোসল সেরে নেয়া যেতে পারে।
  • ইহরামের নিয়তে গোসল করা
  • আরাফায় গোসল করা।
  • ইহরামের পূর্বে গোসল অথবা অযূ করা।
  • উকূফের জন্য গোসল করা।

মসজিদে নববীতে প্রবেশ
মদীনা শরীফে পৌঁছে থাকার জায়গা ঠিক করে ওযূ গোসল সেরে মসজিদে নববীর উদ্দেশ্যে বের হোন। মসজিদের সব দিকেই অনেক দরজা রয়েছে, যে কোন দরজা দিয়ে প্রবেশ করা যায়। তবে বাবে জিব্রীল দিয়ে মসজিদে প্রবেশ করা উত্তম। রওজা শরীফের পূর্ব দিকে এ দরজা রয়েছে। দোআ ও দুরুদ পড়তে পড়তে প্রথমে ডান পা দিয়ে প্রবেশ করুন। অতঃপর হুজরা শরীফ ও মিম্বর শরীফের মধ্যবর্তী স্থান রিয়াজুলÑ জান্নাতে (বেহেশতের বাগান) পৌঁছে (মাকরূহ ওয়াক্ত না হলে) দুই রাকআত তাহিয়্যাতুল- মসজিদ নামায পড়–ন। অতঃপর যিয়ারত কবূল হওয়ার জন্য পূর্বেই দোআ করে নিন।

================================================================================

গোসলের সুন্নাত তরীকা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *