গ্রামের মহিলা পর্দা না করতে চাইলে তাকে পর্দা করানোর পন্থা কী?
প্রশ্ন : এমন গ্রাম যেখানে পর্দাপ্রথা নেই সেখানে স্ত্রীকে পর্দার হুকুম দেওয়া কেমন এবং স্ত্রী যদি বলে যে, তোমার মা-বোন পর্দা করলে পর্দা করবো- এমতাবস্থায় স্ত্রীকে পর্দা করানোর পন্থা কী?
উত্তর : না-মাহরাম আত্মীয়দের হতে পর্দা করা জরুরী এবং স্ত্রীর ভাষ্য তোমার মা-বোন পর্দা করলে পর্দা করবো এমন বলা ঠিক নয়। আর স্বামীর কর্তব্য হলো, যেহেতু ব্যাপকভাবে পর্দাপ্রথা চালু নেই, কাজেই স্ত্রীকে স্বাভাবিক আচরণ, মহব্বত ও ভালোবাসার মাধ্যমে পর্দার বিধান বুঝাবে।
- আপ কে মাসায়েল ৮/৫৭: সূরা নূর ৩১ সূরা আহযাব ৫৯।
আরো জানতে ভিজিট করুন আমাদের ওয়েব সাইট রাহে সুন্নাত ব্লগ