ঘুমানোর সুন্নাত
১. বিছানা বিছানো। -মুসলিম, হাদীস নং ২৭১৪
২. বালিশ সিথানে রাখা। -মুসলিম
৩. চামড়ার বিছানায় শোয়া।
৪. চাটাইয়ের উপর শোয়া।
৫. মাদুর কিংবা ছালার চটের উপর শোয়া।
৬. কাপড়ের বিছানায় শোয়া।
৭. জমিনের উপর শোয়া।
৮. কাঠের উপর শোয়া।
৯. চৌকি কিংবা খাটের উপর শোয়া। -নাশরুততীব
১০. তিনবার ইস্তিগফার পড়া- استغفر الله الذى لا اله الا هو الحى القيوم واتوب اليه -তিরমিযী, হাদীস নং- ৩৩৯; মিশকাত, ১/২০৫
১১. কুরআন শরীফের যে কোন একটি সূরা মুখস্ত পড়া। -তিরমিযি, হাদীস নং- ৩৩৯; মিশকাত, ১/২০৫
