চাকরির জন্য মেডিক্যাল রিপোর্ট পেশ করার বিধান
প্রশ্ন : যায়েদ একজন আলেম ব্যক্তি, তিনি দ্বীনি দাওয়াতের প্রয়োজনে দীর্ঘ নয় বৎসর থেকে পৌরসভায় কর্মরত আছেন। ইদানিং তাকে পৌরসভার পক্ষ থেকে মেডিক্যাল রিপোর্ট পেশ করতে বলা হয়েছে। মেডিক্যাল টেস্টের পদ্ধতি হচ্ছে, ডাক্তার টেস্টের জন্য উপস্থিত ব্যক্তিকে মাথা হতে পা পর্যন্ত নিরীক্ষণ করেন।
এমনকি পুরুষাঙ্গ হাতে নিয়ে নড়াচড়া করা হয়, যাতে কোনো প্রকার সিফিলিস গণোরিয়া এবং এইডস ইত্যাদি থাকলে নির্ণয় করা যায়। পায়খানার রাস্তায় পর্যন্ত আঙ্গুল দ্বারা পরীক্ষা করা হয়, যাতে অর্শ ইত্যাদি সহজে ধরা যায়। প্রশ্ন হচ্ছে, চাকরির জন্য এ ধরনের ডাক্তারি টেস্ট করা এবং করানো যাবে কিনা?
উত্তর : প্রশ্নে উল্লিখিত পদ্ধতিতে ডাক্তারি পরীক্ষা করা এবং করানো উভয়টা না-জায়েয। শরীরের সে সমস্ত অংশ ঢেকে রাখা ফরয তা উক্ত উদ্দেশ্যে স্পর্শ করানো, খোলা এবং দেখানো না-জায়েয। চাকরির পূর্বে এমন শর্ত জুড়ে দিলে উক্ত শর্ত গ্রহণ করা যাবে না। এ মাসআলায় ইমামদের কোনো দ্বিমত নেই।
- মাহমুদিয়া ২৮/১২২: যাইলায়ী ৬/১৮-১৯ আল-বাহরুর রায়েক ৮/১৯২ মাজমাউল আনহুর ৪/২০০ আল- মিযানুল কুবরা লিশাবানী ১/১৭৬ মিশকাত ২/৩২১
আরো জানতে ভিজিট করুন আমাদের ওয়েব সাইট রাহে সুন্নাত ব্লগ
যে মহিলা বে-পর্দা চলতে অভ্যস্ত তার জন্যও পর্দা আবশ্যক
বিবাহের পর কনে তুলে নেওয়ার আগে পর্দা রক্ষা করা কি জরুরী?