চাচী ও মামীর সাথে পর্দা করার বিধান
প্রশ্ন : চাচী ও মামীর সাথে কি পর্দা করতে হবে? নাকি তারা মা-খালার ন্যায়?
উত্তর : আপন হোক বা দূরবর্তী হোক- চাচী ও মামীর সাথে পর্দা করতে হবে। চাচা পিতার সহোদর এবং মামা মায়ের সহোদর ভাই হলেও চাচী ও মামীরা মা-খালার ন্যায় মাহরাম নয়।
- মাহমুদিয়া 28/99, মিরকাত 3/409।
আরো জানতে ভিজিট করুন আমাদের ওয়েব সাইট রাহে সুন্নাত ব্লগ
মুমিন ও মুসলমান হওয়ার বিষয়টি বিশ্বাস করা কি জরুরী ?
ঘুরাফেরা করণার্থে মহিলাদের বাইরে যাওয়া
যে মহিলা বে-পর্দা চলতে অভ্যস্ত তার জন্যও পর্দা আবশ্যক
বিবাহের পর কনে তুলে নেওয়ার আগে পর্দা রক্ষা করা কি জরুরী?