চারটি কাজ প্রতিটি মুসলমানের জিম্মায় সুরা আসরের মূলনীতির আলোকে
১. আল্লাহ তা‘আলার আদিষ্ট বিষয়সমূহ যথাযথভাবে আদায় করা অর্থাৎ, সকল কাজে সর্বদা সুন্নাতের অনুসরণ করা।
২. সকল প্রকার গুনাহের কাজ থেকে পাবন্দির সাথে বেঁচে থাকা।
৩. আমল বিল মারুফ অর্থাৎ, ভালো কাজের প্রচার প্রসার করা।
৪. নাহী আনিল মুনকার অর্থাৎ, গুনাহের কাজ প্রতিরোধে সর্বাত্মক চেষ্টা করা।
বলাবাহুল্য, যে ব্যক্তি উপরোক্ত চারটি কাজের জিম্মাদারী সুচারুভাবে আদায় করবে, মহান আল্লাহ তাঁর উপর রাজি—খুশী থাকবেন। অন্যথায় পরিণাম ফল হবে মহান আল্লাহ তা‘আলার অসন্তুষ্টিতে পতিত হয়ে দুনিয়া ও আখেরাতে ধ্বংস ও বরবাদীর উপযুক্ত হয়ে যাবে।
যেহেতু উম্মতে মুসলিমার দায়িত্বে আরোপিত উভয়বিদ কাজ অর্থাৎ, সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ তা যথাযথ পালন করলে উম্মাহ’র সামগ্রিক জীবনে সফলতা অনিবার্য।
প্রত্যেকের নিজ নিজ আমলের মুহাসাবা করা অর্থাৎ, চিন্তাফিকির করা, উপরোক্ত চারটি কাজ থেকে কোন্ কোন্ কাজ করা হচ্ছে আর কোন্ কোন্ কাজ আমাদের থেকে ছুটে যাচ্ছে। তাহলে বুঝে আসবে, একের পর এক আযাব—গযবে আমরা শিকার হচ্ছি কেন?
মহানবী জগতের আদর্শ মহামানব। ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ
মানব জাতির মুক্তি ও কামিয়াবী সুরাতুল আসরের ৪ মূলনীতির আলোকে ব্যবস্থা গ্রহণ করা আবশ্যক