চারটি সোনালি আমল

চারটি সোনালি আমল । চতুর্থ আমল : ইস্তে‘আযা

আত্মশুদ্ধি ইসলাম প্রতিদিন

চারটি সোনালি আমল । চতুর্থ আমল : ইস্তে‘আযা

ইস্তে আযা অর্থ আশ্রয় প্রার্থনা। কুরআন তেলাওয়াতের পূর্বে আমরা পড়ি—

أَعُوْذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ

“আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি বিতাড়িত শয়তান থেকে।” আমাদের এ আমলটাও ইস্তে‘আযা। কেননা এর সারসংক্ষেপ হলো,

ইয়া আল্লাহ, আমাদেরকে শয়তানের অনিষ্ট থেকে আপনার আশ্রয়ে নিয়ে নিন। কুরআন তেলাওয়াতের পূর্বে পড়া أَعُوْذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ জরুরি। স্বয়ং কুরআনুল কারীমেই এ নির্দেশ দেওয়া হয়েছে।

প্রত্যেক আশঙ্কায় আউযুবিল্লাহ পড়বে

দুনিয়ার জীবন বিভিন্ন বিপদাপদ ও দুর্ঘটনাপূর্ণ। প্রতি মুহূর্তে নট্স ও শয়তানের সাথে উঠাবসা। এজন্য সর্বদা আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা উচিত।

বিভিন্ন পরিস্থিতিতে ভবিষ্যৎ সম্পর্কে মনে অনেক আশঙ্কা জাগে যা নিরসনের কোনো উপায় বুঝে আসে না এবং নিজের ইখতিয়ারেও থাকে না। এ সময় করণীয় হলো, প্রতিপালকের কাছে আশ্রয় চাওয়া। এতে অন্তরে বড় শক্তি অর্জন হয়। তাই এই অভ্যাস করা চাই যে, যখনই এমন কোনো পরিস্থিতি আসবে, সাথে সাথে অন্তরের গভীর থেকে আউযুবিল্লাহ বলে নেবে।

মানুষের মনে বিভিন্ন ধরণের কুমন্ত্রণা ও শঙ্কা আসে। জানি না আগামীকাল কী হবে! না জানি চাকুরি চলে যায়! না ইজ্জত নষ্ট হয় ! না মাল চুরি হয়! না দুশমন হামলা করে। না ব্যবসায় লোকসান হয়! না অমুক রোগ হয়! না মারা যাই। না কোনো বিপদ এসে যায় ইত্যাদি ইত্যাদি। কোনো মানুষ এরকম শঙ্কা থেকে মুক্ত নয়। দুনিয়া ও আখেরাতের সকল শঙ্কা থেকে মুক্তির সহজ পথ এই মহান ইবাদত—‘ইস্তে‘আযা’ ।

যখনই অন্তরে কোনো সংশয় বা শঙ্কা জন্মাবে, চুপিসারে বলে ফেলবে আউযুবিল্লাহ, ‘ইয়া আল্লাহ আমি আপনার আশ্রয়ে আসছি’। যদি আরবী শব্দ মনে না আসে, তাহলে নিজের ভাষায় নিজের আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করবে। যে যত বড় সম্পদশালী বা যত বড় পদমর্যাদার অধিকারী তার আশঙ্কা তত বড়। আর যার অর্থ নেই, প্রসিদ্ধি নেই, পদ নেই, তার আশঙ্কা তত কম।

কোনো উদ্দেশ্য সফল না হওয়ার ভয় হচ্ছে, কোনো শত্রু বা হিংসুকের যন্ত্রণার কারণে শারীরিক বা আর্থিক ক্ষতির ভয় হচ্ছে, নফস ও শয়তানের অনিষ্টের কারণে কোনো জাহেরী বা বাতেনী গুনাহে লিপ্ত হওয়ার আশঙ্কা হচ্ছে, আখেরাতের বিষয়ে পাকড়াও হওয়ার ভয় হচ্ছে, অথবা কোনো খারাপ চাহিদা অন্তরে আসছে, সাথে সাথে আউযুবিল্লাহ পড়বে, অথবা এই দোয়া পড়বে

اللَّهُمَّ لَا مَلْجَأَ وَلَا مَنجى مِنْكَ إِلَّا إِلَيْكَ

আয় আল্লাহ! আপনি ছাড়া কোনো আশ্রয়স্থল নেই, কোনো মুক্তির পথও নেই। পেরেশানীও আপনি পাঠিয়েছেন, তা থেকে মুক্তির ব্যবস্থাও আপনার হাতে।

(এই চার আমলের অভ্যাস করুন

সারকথা হলো, মোট চারটি আমল : শোকর, সবর, ইস্তেগফার ও ইস্তে’ আযা। এ চার আমলের পাবন্দি করুন ও অভ্যাস করুন। ইনশাআল্লাহ ধীরে ধীরে পুরো যিন্দেগী দীন মোতাবেক হয়ে যাবে। দীন-দুনিয়া সুরক্ষিত থাকবে। গুনাহের প্রতি ঘৃণা এবং ভালো কাজের স্পৃহা সৃষ্টি হবে। আল্লাহর নৈকট্য বাড়তে থাকবে এবং আল্লাহর সাথে বিশেষ সম্পর্ক অনুভূত হতে থাকবে ।

অতীত, বর্তমান ও ভবিষ্যতের হেফাজত

মানুষের জীবনে মোট তিনটি কাল রয়েছে। ১. অতীত ২. বর্তমান ৩. ভবিষ্যৎ। ইস্তেগফার দ্বারা অতীতকাল সংরক্ষিত হলো। শোকর ও সবর দ্বারা বর্তমান সুরক্ষিত হলো এবং ইস্তে’আযা দ্বারা ভবিষ্যৎ সংরক্ষিত হলো। এভাবে পুরো জীবন সুরক্ষিত হলো। যে ব্যক্তি এই চার আমলের অভ্যাস করবে, ইনশাআল্লাহ সে সর্বদা আল্লাহর দয়া ও সাহায্য করবে।

চারটি সোনালি আমল । প্রথম আমল : শোকর

চারটি সোনালি আমল : দ্বিতীয় আমল : সবর

চারটি সোনালি আমল : তৃতীয় আমল ইস্তেগফার

চারটি সোনালি আমল । চতুর্থ আমল : ইস্তে‘আযা

মাননীয় প্রধানমন্ত্রী বরাবর প্রেরীত চি‌ঠির ব্যাখ্যা PDF ডাউনলোড করতে ক্লিক করুন

আল্লাহর আইন শাশ্বত ও চিরন্তন

মহানবী জগতের আদর্শ মহামানব। ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ

মানব জাতির মুক্তি ও কামিয়াবী সুরাতুল আসরের ৪ মূলনীতির আলোকে ব্যবস্থা গ্রহণ করা আবশ্যক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *