Question-and-answer

চেহারা আবৃত করা পর্দার অংশ হওয়া সত্ত্বেও হজ্জে কেন আবৃত করা হয় না।

জানা-অজানা

চেহারা আবৃত করা পর্দার অংশ হওয়া সত্ত্বেও হজ্জে কেন আবৃত করা হয় না।

প্রশ্ন : আমরা জানি যে, চেহারা আবৃত করা পর্দা বটে; কিন্তু হজ্জে কেন চেহারা ঢাকা হয় না এবং পাত্র-পাত্রী একে আপরের চেহারা কেন দেখতে পারে?

উত্তর : এহরামে মহিলার চেহারা আবৃত করা জায়েয নেই। এতদ্‌সত্ত্বেও পর্দার হুকুম দেওয়া হয়েছে যে, যতটুকু সম্ভব না-মাহরামের দৃষ্টি থেকে দূরে থাকতে হবে। আর শরীয়তের দৃষ্টিতে যাকে বিবাহের প্রস্তাব দেওয়া হয়, তাকে এক নজর দেখার অবকাশ আছে। তবে এ দুটি বিষয়ের উপর ভিত্তি করে এ কথা বলা যাবে না যে, ইসলামে চেহারার পর্দা নেই; এটা নিতান্ত ভুল ধারণা।

  • আপ কে মাসায়েল ৮/৫৬: শামী ২/৪৮৮, ১/৪০৭।

আরো জানতে ভিজিট করুন আমাদের ওয়েব সাইট রাহে সুন্নাত ব্লগ

জরুরী মাসআলা-মাসায়েল

খতমে খাজেগান পড়ার নিয়ম কী? What Is Khatme Khazegan?

https://www.youtube.com/watch?v=nvdQDCx4KUA

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *