চেহারা খুলে দৃষ্টি নমনীয় রাখা কি পর্দা?
প্রশ্ন : চেহারা খুলা রাখা ও দৃষ্টি নমনীয় রাখা’র নামই পর্দা (যেমন সূরা নূরে এসেছে) নাকি পুরা চেহারা ঢেকে নেওয়া জরুরী?
উত্তর : শরীয়তের দৃষ্টিতে চেহারার পর্দা করা আবশ্যক। আর এটা ভুল ব্যাখ্যা যে, সূরা নূরে শুধু দৃষ্টি নমনীয় রাখার হুকুম দেওয়া হয়েছে; বরং নমনীয়তার সাথে আরও বলা হয়েছে যে, ‘ঐ অংশকে প্রকাশ করবে না যা সৌন্দর্য প্রস্ফুটিত করে’ এবং সূরা আহযাবে এসেছে যে, তোমাদের বক্ষদেশ-এর উপর চাদর লটকিয়ে দাও অর্থাৎ, তোমাদের চেহারা ও বুক আবৃত কর।
- আপকে মাসায়েল ৮/৫৫: সূরা আহযাব ৫৯ সূরা নূর ৩১ তাফসীরে মাযহারী ৭/৪১৯ বুখারী ২/৭০০
আরো জানতে ভিজিট করুন আমাদের ওয়েব সাইট রাহে সুন্নাত ব্লগ