Question-and-answer

জন্মের সপ্তম দিনে প্রসূতিকে উলঙ্গ করে গোসল করানোর বিধান

জানা-অজানা

জন্মের সপ্তম দিনে প্রসূতিকে উলঙ্গ করে গোসল করানোর বিধান

প্রশ্ন : জনৈকা মহিলা একটি বাচ্চা জন্ম দেয়, অতঃপর সপ্তম দিনে তাকে একেবারে উলঙ্গ করে গোসল দেওয়া হয়, যাতে তিন জন মহিলা জড়িত ছিল। এখন প্রশ্ন হলো, শরীয়তের দৃষ্টিতে এটা কেমন?

উত্তর : কোনো মহিলা অন্য কোনো মহিলার সামনে একেবারে উলঙ্গ হওয়া জায়েয নেই। গোসলের জন্য হোক বা অন্য কোনো উদ্দেশ্যে হোক; বরং সে পর্দার অন্তরালে এমনভাবে গোসল করবে যাতে কেউ না দেখতে পায়।

  • মাহমুদিয়া ২৮/১১৮: তাফসীরে মাযহারী ৬/৪৯৮ আল-বাহরুর রায়েক ৮/১৯৩ বাদায়েউস সানায়ে ৪/২৯৯।

কৃষকদের সতর উন্মুক্ত করা

প্রশ্ন : কৃষক ক্ষেতে কাজ করার সময় সতর উন্মুক্ত রাখে, সতর ঢাকতে বলা হলে তারা বলে, আমরা এ ক্ষেত্রে অপারগ। এ পর্যায়ে বিধান কী?

উত্তর : সত্তর উন্মুক্ত রাখা এবং এ ব্যাপারে তাদের এ ধরনের মন্তব্য করা শরীয়তবিরোধী কর্মকাণ্ড। শরীয়তের হুকুম সকলের জন্য এক; তাতে কোনো ব্যতিক্রম নেই।

  • মাহমুদিয়া ২৮/১১৯। হিন্দিয়া ৫/৩২৭ মাজমাউল আনহুর মাত্র সাকবুল ৪/২০০

আরো জানতে ভিজিট করুন আমাদের ওয়েব সাইট রাহে সুন্নাত ব্লগ

মুমিন ও মুসলমান হওয়ার বিষয়টি বিশ্বাস করা কি জরুরী ?

ঘুরাফেরা করণার্থে মহিলাদের বাইরে যাওয়া

যে মহিলা বে-পর্দা চলতে অভ্যস্ত তার জন্যও পর্দা আবশ্যক

বিবাহের পর কনে তুলে নেওয়ার আগে পর্দা রক্ষা করা কি জরুরী?

ডাক্তারের সামনে শরীর উন্মুক্ত করার শরয়ী বিধান কী?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *