জুমআর দিনের আমল সমূহ
জুমআর দিনের বিশেষ ৬টি সুন্নাত
জুমআর দিনে নিম্নোক্ত বিষয়ের ওপর আমল করলে প্রতি কদমে এক বছর নফল নামায ও এক বছর নফল রোযার সওয়াব হাসিল হয়। এই হাদীসটি মিশকাত শরীফে বর্ণিত আছে। বর্ণনা করেছেন ইমাম তিরমিযী, ইমাম আবূ দাউদ, ইমাম নাসায়ী ও ইমাম ইবনে মাজাহ রাহিমাহুমুল্লাহ। যার সম্পর্কে হযরত মোল্লা আলী কারী রহ. মিরকাত কিতাবে লিখেছেন, সহীহ হাদীস দ্বারা এতো বেশি ফযীলত অন্য কোনো নফল আমল সম্পর্কে পাওয়া যায় না।
সুন্নাত ৬টি হলো এই
১. পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ সেরে উত্তমরূপে গোসল করা।
২. জুম’আর দিনে জলদি মসজিদে উপস্থিত হওয়া।
৩. মসজিদে পায়ে হেঁটে যাওয়া।
৪. ইমামের কাছাকাছি বসার চেষ্টা করা।
৫. মনোযোগ সহকারে খুৎবা শোনা।
৬. অহেতুক কথাবার্তা ও বে-ফায়দা কাজ না করা।
উপরোক্ত জুমআর দিনের আমল ছাড়া আরোও কিছু আমল রয়েছে যেগুলো বিশেষভাবে করা উচিত–
১. উত্তম লেবাস পরিধান করা।
২. আতর বা সুগন্ধি ব্যবহার করা।
৩. মিসওয়াক করা।
৪. অধিক পরিমাণে দুরূদ শরীফ পড়া।
৫. সূরা কাহাফ তিলাওয়াত করা।
৬. সালাতুত তাসবীহ্ নামায পড়া।
৭. বেশি বেশি দু‘আ করা। বিশেষ করে ইমাম যখন দুই খুৎবার মাঝখানে মিম্বরে বসেন, তখন দু‘আ কবূল হওয়ার সময়। কাজেই সে সময় জিহ্বা নাড়াচড়া না করে মনে মনে দু‘আ করা অর্থাৎ- দিলে দু‘আর বিষয়টি হাজির রাখা।
হযরত আনাস রাযি. থেকে বর্ণিত, রাসূলূল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জুম‘আর দিন আসরের নামাযের পর নামাযের স্থান ত্যাগ করার পূর্বে এই দরূদ শরীফটি ৮০ বার পাঠ করবে, তার আমলনামায় ৮০ বছরের ইবাদতের সওয়াব লেখা হবে এবং ৮০ বছরের গুনাহ মাফ করে দেয়া হবে। দরূদ শরীফটি হল এই-
বিশেষ আমল
জুম‘আর ফরয নামাযের পর নিচের আমলগুলো করলে আওলাদ-ফরযন্দের হেফাযতসহ আরো বহুবিদ ফায়দা রয়েছে-
১. জুম‘আর ফরযের পর নিজ জায়গা থেকে উঠার আগে-
২. সূরা ফাতিহা ৭ বার
৩. সূরা ইখলাস ৭ বার
৪. সূরা ফালাক ৭ বার
৫. সূরা নাস ৭ বার
৬. জুম‘আর সুন্নাত ও নফলের পর سُبْحَانَ اللهِ الْعَظِيْمِ وَ بِحَمْدِه اَسْتَغْفِرُ اللهَ ১০০ বার
সহজে অল্প সময়ে পড়া যায় এমন কয়েকটি দরূদ শরীফ
নিচের দেওয়া হলো-
اَللّٰهُمَّ صَلِّ عَلٰى مُحَمَّدٍ۟ النَّبِيِّ الْاُمِّيِّ وَ عَلٰى اٰلِه وَ سَلِّمْ تَسْلِيْمًا
اَللّٰهُمَّ صَلِّ عَلٰى مُحَمَّدٍ وَّ عَلٰى اٰلِ مُحَمَّدٍ
اَللّٰهُمَّ صَلِّ عَلىٰ مُحَمَّدٍ۟ النَّبِيِّ الْاُمِّيِّ وَ عَلىٰ اٰلِ مُحَمَّدٍ
صَلّٰى اللهُ عَلىٰ النَّبِيِّ الْاُمِّيِّ
আরো জানতে ভিজিট করুন আমাদের ওয়েব সাইট রাহে সুন্নাত ব্লগ