Question-and-answer

তালাকপ্রাপ্ত স্ত্রী লোকের সাথে পর্দা করার বিধান

জানা-অজানা

তালাকপ্রাপ্ত স্ত্রী লোকের সাথে পর্দা করার বিধান

প্রশ্ন : জনৈকা মহিলা তালাকপ্রাপ্ত হওয়ায় অন্যত্র বিবাহ বসে। কিন্তু তারপরও পূর্বের স্বামীর বাড়িতে প্রায় আসা-যাওয়া করে। এখন তার পূর্বের স্বামীর করণীয় কী?

উত্তর : তালাকের ইদ্দত অতিবাহিত হওয়ার পর তালাকপ্রাপ্ত মহিলা অপরিচিতা পর মহিলা হয়ে গেছে। তার সাথে মেলা-মেশা, দেখা-সাক্ষাৎ জায়েয হবে না। তার জন্য বে-পর্দায় পূর্বের স্বামীর কাছে যাতায়াত করা বৈধ হবে না। যেহেতু তার স্বামী রয়েছে, তাই তাকে স্বামীর নিকট পৌছে দিতে হবে। আর যেন কখনই না আসে এজন্যে তাকে সম্পূর্ণরূপে নিষেধ করে দিবে।

  • মাহমুদিয়া 28/109, যাইলায়ী 6/17, দুররে মুখতার 6/366।

আরো জানতে ভিজিট করুন আমাদের ওয়েব সাইট রাহে সুন্নাত ব্লগ

মুমিন ও মুসলমান হওয়ার বিষয়টি বিশ্বাস করা কি জরুরী ?

ঘুরাফেরা করণার্থে মহিলাদের বাইরে যাওয়া

যে মহিলা বে-পর্দা চলতে অভ্যস্ত তার জন্যও পর্দা আবশ্যক

বিবাহের পর কনে তুলে নেওয়ার আগে পর্দা রক্ষা করা কি জরুরী?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *