Question-and-answer

দ্বীনদার নামাহরাম মহিলার সাথে নির্জনতা অবলম্বন করার হুকুম কী

জানা-অজানা

দ্বীনদার না-মাহরাম মহিলার সাথে নির্জনতা অবলম্বন করার হুকুম কী?

প্রশ্ন : যায়েদ যদি তার স্ত্রী, ছেলে-মেয়েকে খালেদের যিম্মায় দিয়ে দেয়, তাহলে যায়েদ অভিশাপযোগ্য হবে নাকি প্রশংসিত হবে?

উত্তর : যদি বাস্তবে খালেদ একজন দ্বীনদার দায়িত্বশীল হয়, দ্বীন শিক্ষা, ধর্মোপদেশ দানে অভিজ্ঞ হয়, তবে ছেলে-সন্তানদেরকে তার যিম্মায় ছেড়ে দেওয়া দূষণীয় ও নিন্দনীয় নয়। কিন্তু মহিলাদের জন্য পরপুরুষের নিকট পর্দা ছাড়া যাওয়া ও তার কাছে পর্দা সহ অবস্থান করা ও তার সাথে নির্জনতা অবলম্বন করা দ্বীনদার হলেও জায়েয নেই।

  • মাহমুদিয়া ২৮/১২৭: আব্দুররুল মুখতার আলা রাদ্দিল মুহতার ৬/৩৬৮ বাযযাযিয়া আলা হামিশিল হিন্দিয়া ৬/৩৭১।

কলেজে ভর্তি বা পুলিশে নিয়োগ প্রাপ্তির জন্য নগ্নদেহে মেডিক্যাল টেস্ট করানোর শরীয় বিধান কী?

আরো জানতে ভিজিট করুন আমাদের ওয়েব সাইট রাহে সুন্নাত ব্লগ

https://www.youtube.com/watch?v=5jHG8fbKD00&t=141s

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *