দ্বীনী ক্ষতি থেকে বাঁচার উপায় দ্বীনের পরিপূর্ণ মেহনত
পরিপূর্ণ দ্বীন পাঁচটি বিষয়ের সমষ্টি।
(১) ঈমান—আকাইদ।
(২) ইবাদত—বন্দেগী।
(৩) মু‘আমালাত।
(৪) মু‘আশারাত।
(৫) আত্মশুদ্ধি।
আহকামে শরীয়তের এই পাঁচটি বিষয়কে সামনে নিয়ে আমাদের আকাবিরে দ্বীন কতৃর্ক বাতানো তরীকায় নিম্নোক্ত তিন ক্ষেত্রে মেহনত করতে হবে।
১. তাবলীগ তথা ‘উভয় জগতের কামিয়াবীর একমাত্র রাস্তা দ্বীনের উপর চলা’- একথা বুঝিয়ে সর্বসাধারণকে দ্বীনের উপর চলতে উৎসাহিত করা।
২. তা‘লীম তথা ইসলামের আদর্শ, নীতিমালা ও হুকুম—আহকাম নিজে শিক্ষা করা ও অপরকে শিক্ষা দান করা।
৩. আত্মশুদ্ধি তথা আহলুল্লাহ বুযূর্গানে দ্বীনের সোহবতে গিয়ে জাহের ও বাতেনের আমল ঠিক করা। আর একজন মুমিনকে পরিপূর্ণ পরিশুদ্ধ মুমিন হওয়ার জন্য তৃতীয় বিষয়টি হাসিল করা সবচেয়ে বেশি জরুরী।
মহানবী জগতের আদর্শ মহামানব। ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ
ঈমান ইসলামের জন্য কৃতজ্ঞতা আদায় করা