১০ টি বস্তু নবীদের স্বাভাবজাত সুন্নাত
হযরত আয়শা রাযি. থেকে বর্ণিত নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দশটি বস্তু স্বভাবজাত বিষয়ের অন্তরভুক্ত-
১. মোচ ছাঁটা।
২. দাঁড়ি লম্বা করা। (কম পক্ষে এক মুষ্টি)
৩. মেসওয়াক করা।
৪. নাক পরিষ্কার করা।
৫. নখ কাটা।
৬. শরীরের জোড়াসমূহের ময়লা পরিষ্কার করা।
৭. বগলের পশম পরিষ্কার করা।
৮. নাভীর নিচের পশম চেঁছে ফেলা।
৯. পানি দিয়ে ইস্তিঞ্জা করা।
১০. কুলি করা। -মিশকাত, হাদীস নং- ৪৪; মুসলিম, হাদীস নং- ২৯