নামাযের ওয়াজিবসমূহ (১৮টি) রাহে সুন্নাত ব্লগ

রাহে সুন্নাত ব্লগ সম্পর্কে

নামাযের ওয়াজিবসমূহ (১৮টি)

১. সূরা ফতিহা পড়া। ২. সূরা ফাতিহার সাথে কোন সূরা মিলানো। ৩. প্রত্যেক ফরজ নামাযের প্রথম ২ রাকাতকে ক্বেরাতের জন্য নির্ধারণ করা। ৪. সূরা ফতিহাকে অন্য সূরা বা আয়াতের পূর্বে পড়া। ৫. সিজদায় কপালের সাথে নাকও রাখা। ৬. প্রথম সিজদার সাথে সাথে দ্বিতীয় সিজদাহ করা। ৭. নামাযের প্রতিটি রুকন ধীর স্থীরভাবে আদায় করা। ৮. ক্বা‘দায়ে উলা করা। অথার্ৎ, চার অথবা তিন রাকাত বিশিষ্ট নামাযে দ্বিতীয় রাকাতের পর বৈঠক করা। ৯. প্রথম বৈঠকে (ক্বা‘দায়ে উলায়) তাশাহহুদ পড়া। ১০. ক্বা‘দায়ে আখীরাহ বা শেষ বৈঠকে তাশাহহুদ পড়া। ১১. তাশাহহুদের পর বিলম্ব না করে ৩য় রাকাতের জন্য দাঁড়িয়ে যাওয়া। ১২. আস্সালামু বলে সালাম ফিরানো। ১৩. বিতরের নামাযে দু‘আয়ে কুনূত পড়া। ১৪. দুই ঈদের নামাযে অতিরিক্ত ৬ তাকবীর বলা। ১৫. ঈদের নামাযের ২য় রাকাতে রুকুর জন্য তাকবীর বলা। ১৬. “আল্লাহু আকবার” বলে নামায আরম্ভ করা। ১৭. ফজর, ইশা, মাগরিব, জুমআ, দুই ঈদ, তারাবীহ ও রমযানের বিতরের নামাযে ইমামের উচ্চস্বরে ক্বেরাত পড়া। ১৮. যোহর, আসর এবং দিবসের সুন্নত ও নফল নামাযে নিম্নস্বরে ক্বেরাত পড়া।

এসব বিষয়াদি হতে কোন একটি ছুটে গেলে সিজদায়ে সাহু দ্বারা নামায সহীহ হয়ে যাবে।

চারটি সোনালি আমল । প্রথম আমল : শোকর

চারটি সোনালি আমল : দ্বিতীয় আমল : সবর

চারটি সোনালি আমল : তৃতীয় আমল ইস্তেগফার

চারটি সোনালি আমল । চতুর্থ আমল : ইস্তে‘আযা

মাননীয় প্রধানমন্ত্রী বরাবর প্রেরীত চি‌ঠির ব্যাখ্যা PDF ডাউনলোড করতে ক্লিক করুন

আল্লাহর আইন শাশ্বত ও চিরন্তন

মহানবী জগতের আদর্শ মহামানব। ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ

মানব জাতির মুক্তি ও কামিয়াবী সুরাতুল আসরের ৪ মূলনীতির আলোকে ব্যবস্থা গ্রহণ করা আবশ্যক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *