Question-and-answer

না-মাহরামের সাথে চলার শাস্তি কী?

জানা-অজানা

না-মাহরামের সাথে চলার শাস্তি কী?

প্রশ্ন : আমি ৬০ বছর বয়সী এক মহিলা। ৬৫ বছর বয়সী এক লোকের সাথে এক রিকসায় চড়ে বাজার থেকে বাড়ি ফিরি। এ জন্যে আমাকে সবাই মিলে ‘সমাজ ছাড়া একঘরে করে দিয়েছে।

আপনার কাছে আমার জিজ্ঞাসা, আমি যে তার সাথে এক রিকসায় চড়েছি তাতে কি গোনাহ হয়েছে? আমি যদি তার সাথে কোনো গোনাহ করে থাকি, তাহলে এর কি শাস্তি বা কাফফারা রয়েছে? আমি তা আদায় করে কি সমাজে শামিল হতে পারবো?

উত্তর : না-মাহরামের সাথে পর্দা রক্ষা করে চলা জরুরী। এক রিকসায় এভাবে চলা যে, একের শরীরের সাথে অপরের শরীর লাগে, তা মোটেই জায়েয নয়। এছাড়া যদি অন্য কোনো গোনাহ করা হয়, তবে যেমন গোনাহ তেমন তার শাস্তি হবে। শরীয়ত অনুযায়ী শাস্তি প্রদানের জন্য যে সকল শর্ত পাওয়া যাওয়া জরুরী সে সকল শর্ত পুরোপুরিভাবে পাওয়া না যাওয়ার দরুন বর্তমানে মূল শাস্তি প্রদান সম্ভব নয়, সমাজ ছাড়া করাই আপাতত এর জন্য নির্ধারিত শাস্তি।

সকল গোনাহের জন্য গোনাহগার ব্যক্তি আন্তরিকভাবে তওবা-ইসতেগফার করতে থাকবে। যখন সকলের মনে হবে যে, তার দ্বারা এ জাতীয় গোনাহ আর সংঘটিত হবে না, তখন তারা তাকে সমাজে নিয়ে নিবে।

  • মাহমুদিয়া ২৮/১২৯: আহকামুল কুরআন থানবী ৩/৪৩৬ দুররে মুখতার ৬/৩৬৭ আল-বাহরুর রায়েক ৮/১৯৪ যাইলায়ী ৬/১৯ আল-মুফহিম ৬/৫৩৪।

দ্বীনদার নামাহরাম মহিলার সাথে নির্জনতা অবলম্বন করার হুকুম কী

আরো জানতে ভিজিট করুন আমাদের ওয়েব সাইট রাহে সুন্নাত ব্লগ

https://www.youtube.com/watch?v=5jHG8fbKD00&t=141s

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *