নিজ অধীনে লালিত-পালিত কন্যা দ্বারা খেদমত নেয়া
প্রশ্ন : জনৈক ‘শিশু কন্যার’ ইহ জগতে একমাত্র ফুফু ছাড়া আপন কেউ নেই। তাই ফুফুই তাকে লালন-পালন করে আসছে। এখন প্রশ্ন হলো, শরীয়তের দৃষ্টিতে ফুফু উক্ত কন্যার দ্বারা কোনো খেদমত নিতে পারবে কি?
উত্তর : ফুফু তাকে কাজ-কর্ম শেখানোর উদ্দেশ্যে তার দ্বারা খেদমত নিতে পারবে।
- মাহমুদিয়া ২৮/১৪৬: আল-ইসাবাতু ফী তামীথিস সাহাবা ১/৭১।
আরো জানতে ভিজিট করুন আমাদের ওয়েব সাইট রাহে সুন্নাত ব্লগ