নিয়তের গুরুত্ব
একটি মুবাহ বিষয় উৎকৃষ্ট ‘নিয়ত’ এর কারনে ভাল কাজ এবং ইবাদত হয়ে যায়। শুধু তাই না; বরং একই আমলে কয়েকটা নিয়ত করা যায়। যার দ্বারা সেই আমল ইবাদতের সমষ্টি হয়ে যায়। এক জন মুমিনের সামান্য খেয়াল করার মাধ্যমে নিজের আমল নামায় প্রতিদান ও সওয়াবের ভাণ্ডার জমা করতে পারে।
এমনিভাবে কোন নেক আমলে নিয়্যতের প্রতি খেয়াল না করার কারনে সওয়াব শুণ্য হয়ে যাবে; বরং ভুল নিয়ত (রিয়া ইত্যাদি) এর কারনে গোনাহ এবং শাস্তির কারণও হতে পারে। সূতরাং এতে চিন্তা ফিকিরকারীদের জন্য প্রয়োজন পূরণ এবং তার থেকে পবিত্রতা হাসিল করার জন্য ৮৯ (ঊনাশি) (মুমকিনুল উজুদ) রয়েছে। ‘তাহিয়্যাতুল ওযূ’ এর মধ্যে চারটি নিয়ত হতে পারে।
ঘর থেকে মসজিদ পর্যন্ত আসার মধ্যে ১৫৯ (এক শত ঊনষাট) নিয়ত হতে পারে; বরং তার থেকেও বেশী হতে পারে। যেমন, ‘রূহে তাসাওউফ’ অর্থাৎ ‘ইখলাসে নিয়ত’ নামক কিতাবে মাওলানা মুফতি মুহাম্মদ হানীফ গারীনী রহ. লিখেন- ইনসাফ রাখা দরকার যে, যে সকল ভাগ্যবান ব্যক্তিগণ ঘর থেকে মসজিদ পর্যন্ত আসার মধ্যে ১৫৯ (এক শত ঊনষাট) নিয়ত হতে পারে আর যাদের কোন নিয়তই হয় না দুনুজনের আমলের ওজন ও সওয়াব কিভাবে সমান সমান হবে?
নিয়তের গুরুত্ব সম্পর্কে আরো জানতে ভিজিট করুন আমাদের ওয়েব সাইটে।
কুরআনুল কারিমের কথা প্রবন্ধটি পড়তে ক্লিক করুন
আরো জানতে ভিজিট করুন আমাদের ওয়েব সাইট রাহে সুন্নাত ব্লগ