পবিত্র স্থান

পবিত্র স্থান

আদাবে কুরআন কুরআন ও সুন্নাহ

পবিত্র স্থান

আদব নং—৬

কুরআন তেলাওয়াতের জন্য পবিত্র ও পরিচ্ছন্ন জায়গা হওয়া সুন্নত। এর জন্য সর্বোত্তম স্থান হলো মসজিদ। কোনো কোনো আলেম গোসলখানা ও প্রবেশপথ বা চলাচলের পথে তিলাওয়াত করাকে মাকরূহ বলেছেন। তবে আল্লামা নববী রহ. বলেন, এ ব্যাপারে পছন্দনীয় কথা হল, মাকরূহ বা নাজায়েয না বলা। শর্ত হলো তিলাওয়াতকারী অন্য কোনো কাজে মশগুল না থাকা। এবং তেলাওয়াতের ব্যাপারে উদাসীনতা সৃষ্টি না হওয়া। এরকম স্থানে যদি অন্য কোনো কর্ম ব্যস্ততা ও উদাসীনতা চলে আসে তাহলে কুরআন তিলাওয়াত মাকরূহ। তন্দ্রাচ্ছন্ন ও অসতর্কতাবস্থায় কুরআন তিলাওয়াত থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিষেধ করেছেন। কারণ এমতাবস্থায় ভুল হওয়ার আশংকা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন-

اِذَا قَامَ اَحَدُكُمْ مِنَ اللَّيْلِ فَاسْتَعْظَمَ الْقُرْاٰنَ عَلٰى لِسَانِه فَلَمْ يَدْرِ مَا يَقُوْلُ فَلْيَضْطَجِعْ

‘ঘুম থেকে জাগ্রত হওয়ার পর কুরআন তিলাওয়াত যদি তোমাদের করো কাছে কঠিন মনে হয় এবং সে কী বলছে তা বুঝতে না পারে তাহলে সে যেন (তিলাওয়াত বন্ধ করে) শুয়ে পড়ে।’

কুরআন মাজীদের আদবসমূহ

পদমর্যাদার মাপকাঠি হলো পবিত্র কুরআন

মাননীয় প্রধানমন্ত্রী বরাবর প্রেরীত চি‌ঠির ব্যাখ্যা PDF ডাউনলোড করতে ক্লিক করুন

আল্লাহর আইন শাশ্বত ও চিরন্তন

মহানবী জগতের আদর্শ মহামানব। ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ

মানব জাতির মুক্তি ও কামিয়াবী সুরাতুল আসরের ৪ মূলনীতির আলোকে ব্যবস্থা গ্রহণ করা আবশ্যক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *