পর্দার বিধান ও পুরুষদের সমাবেশে মহিলার বয়ান করা
প্রশ্ন : ক. ইসলামে পর্দা জরুরী কিনা?
খ. যদি কোনো মহিলা পর্দা না করে, তাহলে তার গোনাহ হবে কিনা?
গ. পুরুষদের সমাবেশে বে-পর্দা অবস্থায় মহিলার বয়ান করা কেমন?
ঘ. যদি বোরকা পরে কোনো মহিলা পুরুষদের সমাবেশে বক্তব্য রাখে তবে মাসআলা কী
ঙ. এরূপ মহিলার বক্তৃতা শোনা জায়েয আছে কিনা?
উত্তর : ক. ইসলামের বিধান অনুযায়ী পর্দা জরুরী বিষয়। কুরআন ও হাদীস দ্বারা প্রমাণিত।
খ. সেই মহিলা গোনাহগার হবে।
গ. পুরুষদের সমাবেশে বে-পর্দা মহিলার বক্তব্য দেওয়া না-জায়েয।
ঘ. পুরুষদের সাথে মসজিদে গিয়ে পর্দা অবস্থায় কিংবা বে-পর্দা অবস্থায় মহিলাদের নামায আদায়ের বিষয়টিকেও উলামায়ে কেরাম নিষিদ্ধ লিখেছেন। কেননা, এতে অনেক ফেতনা-ফাসাদ হয়। কাজেই পুরুষদের সমাবেশে মহিলাদের বক্তব্য প্রদানও (তীব্র প্রয়োজন ব্যতীত) নিষিদ্ধ ।
৫. পুরুষদের জন্য এরূপ সমাবেশে শরিক হওয়া এবং মহিলাদের বয়ান শ্রবণ করা ইসলামী শরীয়তের দৃষ্টিতে না-জায়েয়।
উত্তর দিয়েছেন : মুফতি মুহাম্মদ উবাইদুল্লাহ
সংগ্রহে : মাওলনা আবু তাসনীম উমাইর
আরো জানতে ভিজিট করুন আমাদের ওয়েব সাইট রাহে সুন্নাত ব্লগ
মুমিন ও মুসলমান হওয়ার বিষয়টি বিশ্বাস করা কি জরুরী ?
ইসলাম কী? মুফতি মুহাম্মদ উবাইদুল্লাহ